১৩ জন ক্ষুদে পড়ুয়াকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত শিক্ষক

১৩ জন ক্ষুদে ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে ৷

  • Last Updated :
  • Share this:

    #দেগঙ্গা: ১৩ জন ক্ষুদে ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে ৷ বেশ কয়েকমাস ধরেই দেগঙ্গা খিদির মোল্লা আটি এফ.পি স্কুলের পড়ুয়াদের উপর যৌন নির্যাতন চালাচ্ছিল অভিযুক্ত শিক্ষক ৷ ধৃত শিক্ষকের নাম আবুল কালাম আজাদ ৷ ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়েছে অভিভাবকদের মধ্যে ৷ সোমবার রাতে স্থানীয় থানায় আবুল কালাম আজাদের নামে অভিযোগ দায়ের করা হয় ৷ অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে দেগঙ্গা থানার পুলিশ ৷ মঙ্গলবার ধৃত শিক্ষককে বারাসত আদালতে তোলা হবে ৷পড়ুয়াদের অভিভাবকরা জানিয়েছেন, স্কুল ছুটির পর অভিযুক্ত শিক্ষক পড়ুয়াদের স্কুলে আটকে রাখতেন ও তাদের উপর যৌন নির্যাতন চালাতেন ৷ বেশ কয়েক মাস ধরেই এই ঘটনা চলছিল ৷ কিন্তু ভয়ে বাড়িতে জানাতে সাহস পায়নি কেউ ৷ কিন্তু অত্যাচার আর সহ্য করতে না পেরে কয়েক সপ্তাহ আগে কিছু ছাত্রী তাদের উপর হওয়া নির্যাতনের কথা বাড়িতে জানায় ৷ এরপর স্কুলে চড়াও হয় অভিভাবকরা ৷ প্রধান শিক্ষককে সমস্ত বিষয় জানালে হলেও তিনি তাতে খুব একটা গুরুত্ব দেননি বলে অভিযোগ ৷ঘটনার প্রতিবাদ জানিয়ে স্কুল ঘেরাও করে অভিভাবকরা ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ৷ ঘটনাস্থল থেকে চম্পট দিলেও তল্লাশি চালিয়ে ধৃতকে গ্রেফতার করতে সফল হয়েছে পুলিশ ৷

    First published:

    Tags: Bengali News, ETV News Bangla, School Kids Sexually Harassed By Teacher, Sexual Assault, Sexual Harassment