মন্দিরবাজার: চড়ক উপলক্ষে সেজে উঠছে মন্দিরবাজারের প্রাচীন কেশবেশ্বর শিব মন্দির। ইতিমধ্যে প্রায় ৩০ হাজার পূণ্যার্থী সেখানে এসেছেন। ১১৫৫ খ্রীষ্টাব্দে স্বপ্নাদেশ পেয়ে এই মন্দির নির্মাণ করেন তৎকালীন জমিদার কেশব রায়চৌধুরী পরিবারের লোকজনরা।
পরবর্তীকালে এই মন্দিরের নাম থেকেই এলাকার নাম হয়ে যায় মন্দিরবাজার। চড়ক উপলক্ষে সেই মন্দির ইতিমধ্যে সেজে উঠেছে। মন্দিরের সামনে খাটানো হয়েছে সামিয়ানা। মন্দির চত্বরে বসেছে ফলের বাজার। স্নানের ঘাটটিও সাজিয়ে তোলা হয়েছে। বর্তমানে জমিদারি প্রথা না থাকায়, সমস্তটাই দেখভাল করে মন্দিরের দায়িত্বে থাকা ব্যক্তিরা।
এই মন্দিরের স্থাপত্যশৈলী দক্ষিণ ২৪ পরগণার অন্যান্য মন্দিরের থেকে আলাদা। প্রায় ৭০ ফুট উচ্চতার এই মন্দিরের উপরে রয়েছে ত্রিশুলযুক্ত কলস। ত্রিখিলান প্রবেশপথ ও অলিন্দ এই মন্দিরের অন্যতম বৈশিষ্ট্য যা অন্যান্য মন্দিরের সঙ্গে এই মন্দিরকে আলাদা করেছে।
কথিত আছে, স্বপ্নাদেশ পেয়ে প্রায় সাড়ে তিনশো বছর আগে এলাকার জমিদার কেশব রায় চৌধুরী এই মন্দির প্রতিষ্ঠা করেন। এই মন্দিরের শিবলিঙ্গ আনা হয়েছিল কাশী থেকে। এলাকায় এই কেশবেশ্বর শিব মন্দিরের খ্যাতি বিপুল। চড়ক, নীলপুজা ও ঝাঁপ উপলক্ষে হাজার হাজার পূণ্যার্থী সেখানে আসবেন।
পূণ্যার্থীদের কথা ভেবে সবরকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন মন্দিরের কর্মকর্তারা। প্রশাসনের পক্ষ থেকেও সমস্ত রকম পরিস্থিতি মোকাবিলায় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে খবর। পূণ্যার্থীদের সুবিধার্থে মন্দিরের সামনেই তৈরি করা হয়েছে একটি অতিথি নিবাস। যার ফলে খুশি সকলেই। অতিরিক্ত ভিড় আটকাতে মন্দিরবাজার থানার পক্ষ থেকে ভিড় নিয়ন্ত্রণও করা হচ্ছে নিয়মিত।
নবাব মল্লিক
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: South 24 Pargana news