হোম /খবর /দক্ষিণবঙ্গ /
নিমন্ত্রণ বাড়িতে খাবার খেয়ে অসুস্থ ৩০ জনেরও বেশি! জয়নগরে গোটা এলাকায় আতঙ্ক

South 24 Parganas News: নিমন্ত্রণ বাড়িতে খাবার খেয়ে অসুস্থ ৩০ জনেরও বেশি! জয়নগরে গোটা এলাকায় আতঙ্ক

X
অনুষ্ঠান [object Object]

South 24 Parganas News: অনুষ্ঠান বাড়িতে খাবার খেয়ে অসুস্থ প্রায় ৩০ জন, জয়নগর বিধানসভার অন্তর্গত রাজাপুর করাবেগের বাটরা গ্রামের ঘটনা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বাটরা গ্রামে একটি অনুষ্ঠান বাড়িতে এদিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পরে নিমন্ত্রিতরা...

আরও পড়ুন...
  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

জয়নগর: অনুষ্ঠান বাড়িতে খাবার খেয়ে অসুস্থ প্রায় ৩০ জনেরও বেশি। ভর্তি স্থানীয় গ্রামীন হাসপাতালে। ঘটনাটি ঘটেছে জয়নগর বিধানসভার অন্তর্গত জয়নগর ১ নং ব্লকের রাজাপুর করাবেগের পঞ্চায়েতের বাটরা গ্রামে। স্থানীয় বাসিন্দারা জানান, এদিন বাটরা গ্রামে এক অনুষ্ঠান বাড়িতে খাওয়ার পরে সোমবার সকাল থেকে অসুস্থ হয়ে পড়ে গ্রামের বেশ কয়েকজন মানুষ। তৎক্ষনাৎ তাঁদেরকে প্রাথমিক চিকিৎসা করা হয় স্থানীয় চিকিৎসকের কাছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা খারাপ হওয়ায় এদিন দুপুরে ভর্তি করা হয় জয়নগর পদ্মেরহাট গ্রামীন হাসপাতালে। বর্তমানে সেখানে চিকিৎসা চলছে তাদের।

আরও পড়ুন: নাম শুনলেই জিভে জল! পাগল হয়ে যাবেন এই 'সুপারহিট' স্ট্রিট ফুড একবার চাখলেই! কোথায় পাবেন? রইল 'সম্পূর্ণ' ঠিকানা...

আরও পড়ুন: ‘সাড়ে একটা’ বা ‘সাড়ে দুটো’ কেন বলা হয় না...? 'দেড়' বা 'আড়াই' কেন বলি বলুন তো আমরা?

অনুষ্ঠান বাড়ির খাবার থেকে কোনওভাবে বিষক্রিয়া ঘটে থাকতে পারে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। মূলত পেটব্যথা ও বমির উপসর্গ রয়েছে এই সব রোগীদের। আর এই ঘটনা জানাজানি হতেই আতঙ্কে আরও মানুষ অসুস্থ হয়ে পড়ছে । খবর পেয়ে ঘটনাস্থলের আসেন জয়নগর ১ নং বিডিও সত্যজিৎ বিশ্বাস সহ প্রশাসনিক আধিকারিক এবং জয়নগর থানার পুলিশ। সুত্রের খবর বাটরার ওই গ্রামে মেডিক্যাল টিম যাচ্ছে। অসুস্থ সবারই চিকিৎসা চলছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।

সুমন সাহা

Published by:Sanjukta Sarkar
First published:

Tags: Jaynagar, South 24 Pargana news