#বাঁকুড়া: শ্বাসরোধ করে মাকে খুন করল ছেলে ৷ বাড়িতে প্রথমে মাকে ইলেকট্রিক আয়রনের তার দিয়ে শ্বাসরোধ করে খুন করে পাশের বাড়িতে চড়াও হয় অভিযুক্ত ৷ জানা গিয়েছে, অভিযুক্ত স্থানীয় একটি কলেজে ডি এডের ছাত্র বিক্রম মণ্ডল ৷ মাকে খুন করার পর পাশের বাড়িতেও চড়াও হয়ে বিক্রম ৷ সেখানে ১২ বছরের এক শিশুর মাথায় লোহার রড দিয়ে আঘাত করে ফের নিজের বাড়িতে ফিরে আসে বিক্রেম । সোমবার রাতে ঘটনাটি ঘটে বাঁকুড়ার ইন্দাস থানার বাগিচাবাঁধ গ্রামে । মাকে খুন ও পাশের বাড়িতে হামলার কারণ নিয়ে ধৃতকে টানা জিজ্ঞাসাবাদ কড়া হলেও বিষয়টি নিয়ে এখনও ধোঁয়াশায় রয়েছে পুলিশ । স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে বাড়ির মধ্যেই মা মিতা মণ্ডল এর সঙ্গে বসে গান করছিল বিক্রম মণ্ডল । আচমকাই ঘরে রাখা একটি ইলেকট্রিক আয়রনের তাঁর দিয়ে মায়ের গলা চেপে ধরে । শ্বাসরোধ হয়ে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় বিক্রমের মায়ের । এরপর হাতে লোহার রড নিয়ে চড়াও হয় পাশের বাড়িতে । সেখানে বাড়ির মধ্যে থাকা একটি ১২ বছরের শিশুর উপর হামলা চালায় সে । শিশুটির মাথায় রড দিয়ে আঘাত করে ফের বিক্রম নিজের বাড়িতে ফিরে দরজা বন্ধ করে দেয় । স্থানীয়রা পুলিশকে খবর দিলে বাড়ির দরজা ভেঙে বিক্রম নামে ওই ছাত্রকে গ্রেফতার করে তারা ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bengali News, Son Killed Mother In Bankura, Son Murders Mother, Son Strangulated Mother To Death