হোম /খবর /নদিয়া /
মায়ের শ্রাদ্ধের দিনই বিপর্যয়! মর্মান্তিক দুর্ঘটনার বলি ছেলে, স্তম্ভিত তাহেরপুর

Nadia: মায়ের শ্রাদ্ধের দিনই বিপর্যয়! মর্মান্তিক দুর্ঘটনার বলি ছেলে, স্তম্ভিত তাহেরপুর

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

বাড়ি থেকে বেরিয়ে একটি টোটোয় চেপে বাদকুল্লা বাজারে যাচ্ছিলেন ওই প্রৌঢ়৷ তাহেরপুর বারাসত রেলগেট এলাকায় আচমকাই উল্টোদিক থেকে আসা একটি ইঞ্জিন ভ্যানের চাকা খুলে যায়৷

  • Local18
  • Last Updated :
  • Share this:

সমীর রুদ্র, নদিয়া: মায়ের শ্রাদ্ধের দিন বাজার করতে বেরিয়েছিলেন ছেলে৷ আর তা করতে গিয়েই দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনি৷ মর্মান্তিক এই দুর্ঘটনার সাক্ষী থাকল নদিয়ার তাহেরপুর এলাকা৷ 

জানা গিয়েছে, কিছুদিন আগে মৃত্যু হয় তাহেরপুর এলাকার বাসিন্দা কার্তিক বিশ্বাসের বৃদ্ধা মায়ের৷ নিয়ম অনুযায়ী, আজই ছিল তাঁর শ্রাদ্ধানুষ্ঠান৷ শ্রাদ্ধের কাজে বসার আগে এ দিন সকালে বাজার করতে যান কার্তিকবাবু৷

বাড়ি থেকে বেরিয়ে একটি টোটোয় চেপে বাদকুল্লা বাজারে যাচ্ছিলেন ওই প্রৌঢ়৷ তাহেরপুর বারাসত রেলগেট এলাকায় আচমকাই উল্টোদিক থেকে আসা একটি ইঞ্জিন ভ্যানের চাকা খুলে যায়৷ নিয়ন্ত্রণ হারিয়ে ওই ইঞ্জিন ভ্যানটি কার্তিক বাবু যে টোটোয় ছিলেন সেটিতে সজোরে ধাক্কা মারে৷ যার জেরে মারাত্মক জখম হন কার্তিক বাবু৷

আরও পড়ুন: বীরভূম ও পূর্ব বর্ধমান সীমান্তে ভয়াবহ বাস দুর্ঘটনা! আহত প্রায় কুড়ি

সঙ্গে সঙ্গে স্থানীয়রাই ওই ব্যক্তিকে উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যান৷ কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷

ঘটনার খবরে রীতিমতো স্তম্ভিত হয়ে যান কার্তিক বাবুর পরিবারের সদস্যরা৷ একটি শোক কাটিয়ে ওঠার আগেই নতুন করে বিপর্যয় নামে পরিবারে৷ শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন ভুলে কার্তিকবাবুর দেহের ময়নাতদন্ত এবং শেষকৃত্যের ব্যবস্থাপনায় ব্যস্ত হয়ে পড়তে হয় পরিবারের সদস্যদের৷

Published by:Debamoy Ghosh
First published:

Tags: Accident, Nadia