Home /News /south-bengal /
পারিবারিক অশান্তির জেরে মা-কে পিটিয়ে খুন করল ছেলে

পারিবারিক অশান্তির জেরে মা-কে পিটিয়ে খুন করল ছেলে

Representative Image

Representative Image

 • Share this:

  #আরামবাগ: পারিবারিক অশান্তির জেরে মা কে লাঠি দিয়ে পিটিয়ে খুন করল ছেলে ৷ ঘটনাটি ঘটেছে আরামবাগের সালেপুরে ৷

  ছেলে পেশায় সিভিক ভলেন্টিয়ার ৷ আরামবাগ থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷ অভিযুক্ত সিভিক পুলিশ রবীন কুন্ডুকে গ্রেফতার করেছে পুলিশ ৷ পাশাপাশি অভিযুক্তের বাবা শিশির কুন্ডু, বোন সুষমা কুন্ডু ও পিসি মায়া কুন্ডুকে আটক করেছে পুলিশ ৷

  অভিযোগ,রবিন এলাকায় পুলিশের প্রভাব খাটিয়ে দাপিয়ে বেড়াতো । তার ভয়ে কেউ মুখ খুলতে সাহস পেতেন না ৷ শুধু এলাকাতেই নয় ৷ তাদের বাড়িতেও প্রায়ই অশান্তি লেগেই থাকত ।

  ঘটনার দিন সকালে রবীনের মায়ের সঙ্গে পিসির ঝগড়া শুরু হয়। সেই ঝামেলার আঁচ পেতেই বাঁধে বিপত্ত ৷ অভিযুক্ত রবীন চলে আসে ঘটনাস্থলে ৷ এরপরই পিসিকে মারধর শুরু করে সে। এরপর পিসি পালিয়ে যেতেই নিজের মাকে মারধর শুরু করে অভিযুক্ত ৷ মাথায় ও কানের পাশে গুরুতর আঘাত পান মহিলা । তাতেই তিনি লুটিয়ে পড়েন মাটিতে । তড়িঘড়ি তাকে আরামবাগ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

  আরও পড়ুন:  ডেঙ্গু-সহ অজানা জ্বরে আক্রান্ত পশ্চিম মেদিনীপুর

  First published:

  Tags: Arambagh

  পরবর্তী খবর