#বনগাঁ: বাড়িতেই বন্ধু- বান্ধবীদের নিয়ে আড্ডা বসাতো ছেলে৷ আপত্তিকর অবস্থায় তাদের দেখেও ফেলেন প্রৌঢ়৷ এ সবরেই প্রতিবাদ করেছিলেন তিনি৷ আর তার জেরেই ইট দিয়ে মেরে বাবার মাথা ফাটিয়ে দিল ছেলে৷ ছেলের এমন কীর্তিতে রীতিমতো চাঞ্চল্য ছড়ালো উত্তর চব্বিশ পরগণার গাইঘাটা থানার ঠাকুর নগর এলাকায়৷ অভিযুক্তকে যুবককে গ্রেফতার করেছে পুলিশ৷
জানা গিয়েছে, অভিযুক্তের নাম সুমন বিশ্বাস৷ প্রায়শই ঠাকুরনগরের কাড়লা এলাকার বাড়িতেই বন্ধু এবং বান্ধবীদের নিয়ে আড্ডা বসাতো সুমন৷ বার বার ছেলেকে বাড়িতে এই ধরনের আড্ডা বসাতে বারণ করেছিলেন বাবা৷ কিন্তু সেকথায় কান না দিয়েই এ দিন সকালেও এক বন্ধু ও বান্ধবীকে বাড়িতে নিয়ে আসে সুমন৷
আরও পড়ুন: দু’বেলা অন্নসংস্থানই কার্যত অসম্ভব, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপিকা আজ নিঃস্ব ও রিক্ত
কাজ থেকে বাড়ি ফিরে সুমনের বাবা স্বপন বিশ্বাস দেখেন, তাঁর ঘরের ভিতরেই আপত্তিকর অবস্থায় রয়েছে ছেলের বন্ধু ও বান্ধবী৷ সঙ্গে সঙ্গে এর প্রতিবাদ করেন তিনি৷ বাধা দিতে গেলে সুমনের সঙ্গে তার বাবার ধস্তাধস্তি হয়৷ তখনই সুমন ইট দিয়ে বাবার মাথা ফাটিয়ে দেয় বলে অভিযোগ৷
আরও পড়ুন: ভিডিও কলে ভেসে উঠল নগ্ন মহিলা, ঘাবড়ে না গিয়ে কী করলেন সিপিএম নেতা?
আহত স্বপনবাবুকে তাঁর পরিবারের সদস্যরা চাঁদপাড়া ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাঁর প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেয়। তাঁর মাথায় চারটি সেলাই পড়ে বলে জানা গিয়েছে। স্বাস্থ্যকেন্দ্র থেকে বেরিয়ে এসে তিনি গাইঘাটা থানায় ছেলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন৷ ছেলে যাতে শাস্তি পায় সেই দাবিও করেন তিনি।
এই ঘটনায় অভিযুক্ত যুবকের নিন্দায় সরব হয়েছেন প্রতিবেশীরাও৷ স্বপনবাবু বলেন, 'আমার ঘরেই ছেলের বন্ধু ও তাঁর প্রেমিকা আপত্তিকর অবস্থায় ছিল৷ প্রতিবাদ করতেই ছেলে ইট দিয়ে আমার মাথা ফাটিয়ে দেয়৷ ওর যাতে উচিত শাস্তি হয়, পুলিশকে তা বলেছি৷'
Anirudha Kirtania
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: North 24 Parganas