হোম /খবর /দক্ষিণবঙ্গ /
খুব সাবধান! ধর্মতলা থেকে বাসে উঠে সর্বস্ব খোয়ালেন যুবক! পরিণতি ভয়ানক...

Bangla News: খুব সাবধান! ধর্মতলা থেকে বাসে উঠে সর্বস্ব খোয়ালেন যুবক! পরিণতি ভয়ানক...

ভয়ংকর কাণ্ড

ভয়ংকর কাণ্ড

Bangla News: সোমবার ধর্মতলা থেকে ডায়মন্ড হারবার বাসস্ট্যান্ডে পৌঁছানোর পর নজর পড়ে বাসের কনডাক্টর ও হেল্পারের।

  • Last Updated :
  • Share this:

ডায়মন্ড হারবার: হায়দরাবাদ থেকে বাড়ি ফেরার পথে ছিনতাইবাজদের খপ্পরে পড়ে সর্বস্ব খোয়ালেন এক যুবক। যাত্রী সেজে বাসে উঠে ওই যুবকের সঙ্গে আলাপ জমিয়ে মাদক মিশ্রিত খাবার খাইয়ে অচৈতন্য করার পর সর্বস্ব লুট করে ছিনতাইবাজরা বাস থেকে নেমে যায় বলে অভিযোগ। সোমবার ধর্মতলা থেকে ডায়মন্ড হারবার বাসস্ট্যান্ডে পৌঁছানোর পর নজর পড়ে বাসের কনডাক্টর ও হেল্পারের।

পরে বাস কর্মচারীরা ওই যুবককে নামিয়ে ডায়মন্ড হারবার স্টেশন মোড়ে কিছু মানুষের হাতে তুলে দেয়। পরে কর্তব্যরত সিভিক ভলন্টিয়াররা যুবককে উদ্ধার করে ভর্তি করেন ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে। বছর ত্রিশের ঝন্টু হোসেন পাইক ডায়মন্ড হারবারের সরিষার বাসিন্দা বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: ত্রিপুরায় মানিক সরকারের কনভয়ে হামলা! গাড়ি থেকে নেমে যা করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী...

পুলিশের মাধ্যমে খবর পেয়ে হাসপাতালে পৌঁছয় যুবকের বাড়ির লোকজনেরা। জানা যায়, যুবকের কাছে থাকা মোবাইল, মানি ব্যাগ সহ কয়েক হাজার নগদ টাকা ও একাধিক ব্যাগ খোয়া গিয়েছে। দেড় মাস আগে দর্জির কাজে হায়দ্রাবাদে গিয়েছিলেন ঝন্টু। পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে ডায়মন্ড হারবার থানার পুলিশ।

----রুদ্র নারায়ণ রায়

Published by:Suman Biswas
First published:

Tags: Bangla News