corona virus btn
corona virus btn
Loading

ভারী বৃষ্টির জেরে বেড়েছে জল, ভাঙনের আতঙ্কে চন্দ্রকোণার বেড়াবেড়িয়ার বেশ কয়েকটি পরিবার

ভারী বৃষ্টির জেরে বেড়েছে জল, ভাঙনের আতঙ্কে চন্দ্রকোণার বেড়াবেড়িয়ার বেশ কয়েকটি পরিবার

ভাঙনের আতঙ্কে চন্দ্রকোণার বেড়াবেড়িয়ার বেশ কয়েকটি পরিবার। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে ভেসে গিয়েছে একাধিক সাঁকো।

  • Share this:

#ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর: ভারী বৃষ্টির জেরে বেড়েছে জল। নদীর জল বাড়ায় আতঙ্ক। ভাঙনের আতঙ্কে চন্দ্রকোণার বেড়াবেড়িয়ার বেশ কয়েকটি পরিবার। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে ভেসে গিয়েছে একাধিক সাঁকো।

দফায় দফায় মুষলধারে বৃষ্টি। ভারী বৃষ্টির জেরে শিলাবতী নদীতে বাড়ছে জল। জলের তোড়ে শনিবার গভীর রাতে ভেসে গিয়েছে বাঁশের সাঁকো। সাঁকো থেকে একটু দূরেই ভাঙছে শিলাবতী নদীর পাড়। নদীর ধারেই বাস করে বেশ কয়েকটি পরিবার। ভাঙনের জেরে বাড়ি নদীতে তলিয়ে যাওয়ার আতঙ্কে রয়েছেন তাঁরা। এলাকাবাসীর দাবি, প্রশাসনকে বারবার জানিয়েও হয়নি কোনও সুরাহা।

বৃষ্টির জেরে ফুঁসছে ঝাড়গ্রামের ডুলুং নদী। জল বেড়েছে কংসাবতী, সুবর্ণরেখাতেও। জামবনির চিলকিগড়ে ব্রিজের উপর দিয়ে বইছে ডুলুং নদী। ঝুঁকি নিয়ে পারাপার করছেন বাসিন্দারা। অন‍্যদিকে বেড়িয়াবেড়া থেকে কৈমা যাওয়ার ব্রিজও জলের তলায়। আতঙ্কে এলাকার বাসিন্দারা। কয়েক বছরেও সুরাহা হয়নি জলযন্ত্রণা। বিভিন্ন এলাকায় বাড়ছে ক্ষোভ।

আরও দেখুন-
First published: August 19, 2019, 2:56 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर