Home /News /south-bengal /
'' ইয়ে দোস্তি হাম নেহি তোড়েঙ্গে''...পূর্ব বর্ধমানের সোহেলা উৎসবে এইকথাই বলে বন্ধুরা

'' ইয়ে দোস্তি হাম নেহি তোড়েঙ্গে''...পূর্ব বর্ধমানের সোহেলা উৎসবে এইকথাই বলে বন্ধুরা

 • Share this:

  #পূর্ব বর্ধমান: বন্ধু চল, গল্প বল ! এখানে গলায় গলা মিলিয়ে উষ্ণতা খোঁজে বন্ধুত্ব। অচেনার সঙ্গে সই পাতায়। ভালবাসার মালাবন্ধন করে। বলে যায় ইয়ে দোস্তি হাম নেহি তোড়েঙ্গে। পূর্ব বর্ধমানের দক্ষিণ দামোদর এলাকায় এই উৎসবের নাম সোহেলা।

  হিসেবি না বেহিসেবি? আজ সে কথা থাক.. আজ একটা বন্ধু খোঁজা যাক ! ভালবাসার মালা গেঁথে...!

  বন্ধু চল, আজ হাত রাখি তোর কাঁধে, পাশে থাকি তোর, না বলা কথা বলে দিই তোকে, অচেনা থেকে চেনা হয়ে যাই...

  বন্ধুত্বের দিন? তা হয় না বটে ! তবে উৎসব তো নিয়ম মানে না ! তাই বন্ধুবরণের উৎসব হয় ! শীতের হাওয়ায় রোদ পোহায় বন্ধুত্ব। জানিয়ে যায়, বন্ধুত্বে কোন ভেদ নেই। মহিলারা সই পাতায়, বন্ধু খোঁজে পুরুষও। পূর্ব বর্ধমানের দক্ষিণ দামোদরের রায়না খণ্ডঘোষের মাধবডিহির গ্রামে উৎসবের নাম সোহেলা। এখানে মনসা পুজো উপলক্ষে মেলা বসে। তারপরেই গোধুলি মিছিলে হেসে গড়িয়ে পড়া,  এলোমেলো কথায় জড়িয়ে থাকা!

  আরও পড়ুন-যত কাণ্ড ইসলামপুরের স্কুলে! জেলা স্কুল পরিদর্শককে ঘিরে অভিভাবকদের বিক্ষোভ

  First published:

  Tags: Celebrates friendship, East Midnapur, Sohela Utsav

  পরবর্তী খবর