চণ্ডীপুর: বিধায়ক হয়ে জিতেই তারকাদ্যুতি ঝেরে ফেলতে চাইছেন অভিনেতা সোহম চক্রবর্তী (Soham Chakraborty)। তাই 'কঠিন' চণ্ডীপুর থেকে জিতে শপথ নেওয়ার পরই তিনি পৌঁছে গিয়েছিলেন নিজের এলাকা চণ্ডীপুরে। আর শুক্রবার ইদ ও অক্ষয় তৃতীয়ার দিন ফের তিনি পৌঁছে গেলেন কাছের মানুষদের কাছে। বললেন, "যে এলাকার মানুষ আমাকে বিধায়ক করেছেন, তাঁদের কাছে ছুটে আসা আমার কর্তব্য। আজ অক্ষয় তৃতীয়া এবং ঈদ উৎসব। মানুষের পাশে দাঁড়াতেই চণ্ডীপুরে এলাম।"
তাঁর সংযোজন, 'করোনা সচেতনতা বাড়াতে আমি আমার সামর্থ্য অনুযায়ী মাস্ক, স্যানিটাইজার সহ প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে এসেছি। আগামী দিনেও ধারাবাহিকতা বজায় রেখে চণ্ডীপুরের উন্নয়নে কাজ করে যাবো।
এদিন বিধায়ক সোহম চক্রবর্তী নিজের বিধানসভা এলাকার বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ান। ঘুরে ঘুরে সাধারণ মানুষজনকে করোনার সতর্কবার্তা দেওয়ার পাশাপাশি বাসিন্দাদের মাস্ক ও স্যানিটাইজার বিলি করেন নিজের হাতে। নিজের বিধানসভা এলাকার দুটি ব্লক, ভগবানপুর এবং চণ্ডীপুরে দুটি সেফ হোম গড়া হচ্ছে বলেও তিনি জানান।
সকলকে জানাই পবিত্র ঈদুল ফিতর ও অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা। আজ আমাদের চন্ডীপুর ও ভগবানপুরের ১৬টি গ্রাম পঞ্চায়েতে মাস্ক ও স্যানিটাইজার প্রদানের কর্মসূচি চলছে। তারই বিশেষ কিছু মূহুর্ত।#Maskon #StaySafe #Chandipur pic.twitter.com/Hy2e5isxkN
— Soham Chakraborty (@myslf_soham) May 14, 2021
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।