• Home
 • »
 • News
 • »
 • south-bengal
 • »
 • কী অবস্থা সোদপুরের চেয়ার কারখানার আগুনের, দেখুন ভিডিও

কী অবস্থা সোদপুরের চেয়ার কারখানার আগুনের, দেখুন ভিডিও

 • Share this:

  #সোদপুর : একদিন পর আয়ত্তে এল  সোদপুরে চেয়ার কারখানার আগুন ৷ আগুনের লেলিহান শিখা আর না থাকলেও এখনও কারখানা থেকে বের হচ্ছে ধোঁয়া ৷ বিলকান্দায় কারখানার দেওয়ালে ফাটলও ধরেছ ৷ সোমবার  রাতভর চলে আগুন নেভানোর কাজ ৷ এখনও খোঁজ নেই কারখানার ৫ শ্রমিকের ৷ মারাত্মক এই ঘটনার  কারখানার অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে ৷ এর ৪ বছর আগেও এই কারখানায় আগুন লাগে ৷ যদিও সেই অগ্নিকাণ্ড থেকে শিক্ষা নেয়নি কর্তৃপক্ষ ৷ কারখানায় মজুত ছিল প্রচুর দাহ্য পদার্থ ৷  এর থেকেই আগুন ভয়াবহ আকার নেয় ৷ আগুন লাগার সময় ছিলেন ৬৫ শ্রমিক ৷  বাকিরা বেরিয়ে গেলেও আটকে পড়েন ৫ জন ৷

  First published: