• Home
 • »
 • News
 • »
 • south-bengal
 • »
 • প্রায় একদিন পর আয়ত্তে এল সোদপুরের চেয়ার কারখানার আগুন

প্রায় একদিন পর আয়ত্তে এল সোদপুরের চেয়ার কারখানার আগুন

 • Share this:

  #সোদপুর: অবশেষে নিয়ন্ত্রণে এল আগুন ৷ প্রায় একদিন পর আয়ত্তে এল সোদপুরে চেয়ার কারখানার আগুন আগুন ৷ এখনও কারখানা থেকে বের হচ্ছে ধোঁয়া ৷ বিলকান্দায় কারখানার দেওয়ালে ফাটল দেখা গিয়েছে ৷  সোমবার  রাতভর চলে আগুন নেভানোর কাজ ৷ কারখানার অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে ৷ ৪ বছর আগেও এই কারখানায় আগুন লাগে ৷  সেই অগ্নিকাণ্ড থেকে শিক্ষা নেয়নি কর্তৃপক্ষ ৷ কারখানায় মজুত ছিল প্রচুর দাহ্য পদার্থ ৷ তা থেকেই আগুন ভয়াবহ আকার নেয়  ৷ আগুন লাগার সময় উপস্থিত ছিলেন ৬৫ শ্রমিক ৷ বাকিরা বেরিয়ে গেলেও আটকে পড়েন ৫ জন ৷ 

  আরও পড়ুন: দিল্লিতে হোটেলে বিধ্বংসী আগুন, মৃত ৯

  আগুন বাগে আনতে দিনভর চলে লড়াই। এদিকে, ঘটনার পর থেকেই নিখোঁজ কারখানার ৫ কর্মী। তাঁরা কী অবস্থায় আছেন, আদৌ তাঁদের জীবন্ত উদ্ধার করা সম্ভব হবে কীনা, তা নিয়ে উদ্বিগ্ন পরিজনেরা।

  সোমবার সকাল সাড়ে এগারোটা নাগাদ আগুন লাগে বোর্ডঘর এলাকার একটি চেয়ার তৈরির কারখানায়। তিনতলা কারখানায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৩৫টি ইঞ্জিন।

  আরও পড়ুন: সপ্তাহ শেষে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা, তাহলে কী আরও ঠান্ডা পড়বে ?

  ঘিঞ্জি এলাকায় আগুন বাগে আনতে যথেষ্ট বেগ পেতে হয় দমকলকর্মীদের। হাইড্রলিক ল্যাডার আনা হলেও তা কাজে লাগানো যায়নি। আগুন নেভাতে গিয়ে কয়েকজন দমকলকর্মী অসুস্থও হয়ে পড়েন। ঘটনাস্থলে যান দমকলমন্ত্রী সুজিত বসু সহ দমকলের অন্য আধিকারিকরা। তাঁদের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুন লাগে।

  First published: