Home /News /south-bengal /
Snake In Meal: সাপ সমেত-ই খিচুড়ি রান্না হল অঙ্গনওয়াড়ি কেন্দ্রে, খেয়ে অসুস্থ বহু শিশু, ভয়ঙ্কর কাণ্ড জামালপুরে

Snake In Meal: সাপ সমেত-ই খিচুড়ি রান্না হল অঙ্গনওয়াড়ি কেন্দ্রে, খেয়ে অসুস্থ বহু শিশু, ভয়ঙ্কর কাণ্ড জামালপুরে

সাপ-সহ খিচুড়ি খেয়ে ফেলায় একাধিক শিশু অসুস্থ হয়ে পড়ে, তড়িঘড়ি তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়

 • Share this:

  #জামালপুর: চাল-ডালের মধ্যে ছিল সাপ, আর তা সমেত-ই খিচুড়ি রান্না হল অঙ্গনওয়াড়ি কেন্দ্রে, জামালপুরের ঘটনায় চোখ কপালে ওঠার যোগাড়! সাপ-সহ খিচুড়ি খেয়ে ফেলায় একাধিক শিশু অসুস্থ হয়ে পড়ে, তড়িঘড়ি তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শিশু ও গর্ভবতী মহিলাদের পুষ্টির জন্য অঙ্গনওয়ারি কেন্দ্র থেকে দেওয়া হয় রান্না করা খাবার, কিন্তু সেই খাবারেই যে থাকবে সাপ, এমনটা কল্পনাও করতে পারেননি গ্রামবাসীরা। তবে, বাস্তবেই বুধবার সাপ সমেত খিচুড়ি রান্না হল পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের বাগকালাপাহাড় গ্রামের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আর ওই খিচুড়ি খেয়েই ভয়ে-আতঙ্কে অসুস্থ হয়ে পড়ে শিশুরা। চিকিৎসার জন্য এদিন দুপুরে ৬ শিশুকে নিয়ে যাওয়া হয় জামালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। ঘটনা জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়েই ব্লকের বিডিও ও সিডিপিও জামালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ছুটে যান। শিশুদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। ঘটনার তদন্ত শুরু করেছে ব্লক প্রশাসন।

  জামালপুর ব্লকের পাড়াতল ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার প্রত্যন্ত গ্রাম বাগকালাপাহাড়। শিশু ও গর্ভবতী মিলিয়ে ওই গ্রামের ১৩৬ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে পুষ্টিদায়ক খাবার দেওয়ার জন্য ৫৪ জনের নাম নথিভুক্ত করা হয়েছিল। তাঁরা মূলত খোরদোপলাশি,কাঠাঁলডাঙা ও বাগকালাপাহাড় গ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে। অন্য দিনের মতো এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশু ও গর্ভবতী মহিলাদের জন্য খিচুড়ি রান্না করা হয়েছিল। বেলা ১০টার মধ্যে রান্না শেষ হয়। এরপর সেই খিচুড়ি নিয়ে বাড়িতে চলে যান স্থানীয়রা। অভিযোগ, বাড়িতে গিয়ে সেই খিচুড়ি খেতে গিয়েই গায়ে কাঁটা দিয়ে ওঠে। খিচুড়ির মধ্যে মরা সাপ। বলা বাহুল্য, আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে। এদিকে, ততক্ষণে সেই খিচুড়ি খেয়ে ফেলেছে অনেক শিশুই, তাদের নিয়ে চিন্তায় পড়ে যান অভিভাবকেরা, দেরী না করে নিয়ে যাওয়া হয়  জামালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। জানা গিয়েছে, আপাতত শিশুরা ভাল আছে, তাদের  প্রাথমিক চিকিৎসার পর  ছেড়ে দেওয়া হয়েছে।

  Published by:Rukmini Mazumder
  First published:

  Tags: Snake

  পরবর্তী খবর