ব্যাঙ্কের ভিতরেই আত্মহত্যার চেষ্টা গ্রাহকের !

বীরভূমের সিউড়ির অ্যাক্সিস ব্যাঙ্কের শাখার ভিতরে গায়ে পেট্রোল ঢেলে শনিবার আত্মহত্যার চেষ্টা করলেন এক ব্যক্তি।

  • Last Updated :
  • Share this:

    #সিউড়ি: বীরভূমের সিউড়ির অ্যাক্সিস ব্যাঙ্কের শাখার ভিতরে গায়ে পেট্রোল ঢেলে শনিবার আত্মহত্যার চেষ্টা করলেন এক ব্যক্তি। নাম শেখ আলিম ৷ ব্যাঙ্কের ভিতরেই ওই ব্যাক্তি গায়ে পেট্রোল ঢেলে আত্মহত্যার চেস্টা করেন, হাতে তার একটি লাইটারও ছিল বলে জানা গিয়েছে।

    পরে ব্যাঙ্কের নিজস্ব সিকিউরিটি কর্মীরা কোনও ভাবে মারধর করে লোকটিকে আটকায়। এরপর সিউড়ি থানার পুলিশ এসে ওই ব্যক্তিকে উদ্ধার করে ৷  প্রাথমিক চিকিৎসার জন্য তাকে সিউড়ি সদর হাসপাতাল নিয়ে যাওয়া হয় । ওই ব্যক্তির দাবি , তিনি দীর্ঘদিন ধরে লোনের জন্য ব্যাঙ্কে ঘুরেছেন ৷ কিন্তু পাচ্ছিলেন না ৷ আর সে কারণেই  আজ ব্যাঙ্কে ঢুকে আত্মহত্যার চেষ্টা বলে জানতে পেরেছে পুলিশ ৷

    First published:

    Tags: Axis Bank, Birbhum, Suicide Attempt