#কাঁথি: নিজের সিদ্ধান্তি আগেই কার্যত জানিয়ে দিয়েছিলেন৷ আজই তৃণমূল ছেড়ে বিজেপি-তে আনুষ্ঠানিক ভাবে যোগ দিতে পারেন কাঁথির প্রবীণ তৃণমূল সাংসদ শিশির অধিকারী৷ আজ পূর্ব মেদিনীপুরের এগরায় অমিত শাহের সভায় হাজির থাকবেন শুভেন্দু অধিকারীর বাবা৷ তবে শিশিরবাবুর আর এক ছেলে এবং তমলুকের তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী স্বরাষ্ট্রমন্ত্রীর সভায় যাচ্ছেন না৷ সূত্রের খবর, আগামী ২৪ মার্চ কাঁথিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় বিজেপি-তে যোগ দিতে পারেন দিব্যেন্দু৷
অমিত শাহের সভায় আসার জন্য আমন্ত্রণ জানাতে শনিবার শিশিরবাবুর বাড়িতে যান কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মান্ডব্য৷ শিশিরবাবু তাঁকে আশ্বস্ত করেছেন, তিনি আজকের সভায় হাজির থাকবেন৷ এর আগে শান্তিকুঞ্জে গিয়ে শিশিরবাবুর সঙ্গে দেখা করেছিলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়৷
শুভেন্দু অধিকারী বিজেপি-তে যোগ দেওয়ার পর থেকেই শিশির এবং দিব্যেন্দু অধিকারীর সঙ্গেও তৃণমূলের সম্পর্ক ক্রমশ তিক্ত হচ্ছিল৷ শিশির অধিকারী এখনও পূর্ব মেদিনীপুরে তৃণমূলের চেয়ারম্যান পদে রয়েছেন৷ যদিও তা নেহাতই কাগজে কলমে৷ বাস্তবে শিশির অধিকারী এবং দিব্যন্দেু অধিকারীর সঙ্গেও বিজেপি-র যোগাযোগ রয়েছে বলে অভিযোগ করেছিলেন শাসক দলের নেতারা৷ শিশিরবাবুর ছোট ছেলে সৌমেন্দুও বিজেপি-তে যোগ দিয়েছেন৷ এই পরিস্থিতিতে তৃণমূলে থাকলেও দলের সঙ্গে কার্যত কোনও সম্পর্কই ছিলব না কাঁথি ও তমলুকের সাংসদের৷
এই পরিস্থিতিতে কয়েকদিন আগেই মুখ খোলেন শিশির অধিকারী৷ বিজেপি-কে সমর্থনের পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়েরও সমালোচনা শোনা যায় তাঁর মুখে৷ তখনই স্পষ্ট হয়ে গিয়েছিল, প্রবীণ সাংসদের বিজেপি-তে যোগদান এখন সময়ের অপেক্ষা৷ রবিবার সেই সম্ভাবনাতেই সিলমোহর পড়তে চলেছে৷ আগামী ২৪ মার্চ প্রধানমন্ত্রীর সভায় দিব্যেন্দু অধিকারী বিজেপি-তে যোগদান করলে তৃণমূলের সঙ্গে অধিকারী পরিবারের সম্পর্ক পুরোপুরি ছিন্ন হবে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: BJP, Sisir adhikari, TMC, West Bengal Assembly Election 2021