#কলকাতা: তৃণমূলই তাঁকে ধাক্কা দিয়ে বিজেপি-তে যেতে বাধ্য করল৷ এগরায় অমিত শাহের সভায় যাওয়ার জন্য বাড়ি থেকে বেরনোর সময় এমনই অভিযোগ করলেন কাঁথির তৃণমূল সাংসদ শিশির অধিকারী৷ প্রবীণ সাংসদের কথায়, 'রাজনীতি তো করতে হবে, বাঁচতে তো হবে৷' সূত্রের খবর, শিশিরবাবুর আর এক ছেলে এবং তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারীও এ দিনই বিজেপি-তে যোগ দিতে পারেন৷ তবে এগরার সভায় নয়, কলকাতায় বিজেপি-র হেস্টিংস অফিসে অমিত শাহের হাত ধরেই বিজেপি-তে আসতে পারেন তিনি৷
শিশির অধিকারী যে এ দিন অমিত শাহের সভায় যাবেন, নিজেই সেকথা জানিয়েছিলেন৷ এ দিন সকালে কাঁথির শান্তিকুঞ্জের বাড়ি থেকে বেরনোর সময় শিশিরবাবু বলেন, 'আমরা ফুটপাথের লোক, সংগ্রামের লোক৷ মেদিনীপুরের ইজ্জত বাঁচানোর জন্য লড়ছি৷ মেদিনীপুরের বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য লড়ব৷ আমাকে চরম অপদস্থ করা হয়েছে৷ তৃণমূলই আমাকে ধাক্কা মেরে বিজেপি-তে পাঠাল৷ কী করব, বাঁচতে তো হবে, রাজনীতি তো করতে হবে৷' শিশিরবাবুও এ দিন দাবি করেছেন, বাংলায় ২০০-র বেশি আসনে জয় পাবে বিজেপি৷ প্রবীণ সাংসদের কথায়, 'মমতায় বন্দ্যোপাধ্যায় যতই বলুন ২৯৪ আসনে উনিই প্রার্থী, বিজেপি দুশোর বেশি আসন পাবে৷' সাংসদ পদে তিনি ইস্তফা দেবেন কি না, সে বিষয়েও স্পষ্ট করে কিছু বলেননি শিশির অধিকারী৷ বরং হুঁশিয়ারির সুরে বলেন, 'ওরা যা পারে করে নিক৷'
যদিও শিশিরের যাবতীয় অভিযোগের জবাব দিয়েছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ৷ তিনি বলেন, 'শিশিরবাবু প্রবীণ মানুষ, অবোধ শিশু নয়৷ এই নাটকগুলি তাঁকে মানায় না৷ শুভেন্দু বিজেপি-তে গিয়েছিলেন সিবিআই-ইডির ভয়ে, শিশিরবাবু এখন একটা অজুহাত দিচ্ছেন৷ অধিকারী পরিবার পরিবারতন্ত্রের আদর্শ উদাহরণ৷ ওনাদের চোখ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় গোটা মেদিনীপুরকে দেখেছেন৷ কেউ কাউকে ধাক্কা দেয়নি৷ যখন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর পরিবারকে আক্রমণ করতেন তখন কি উনি বাড়িতে বসে আঙুল চুষতেন?'
Abir Ghosal
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: BJP, Sisir adhikari, TMC, West Bengal Assembly Election 2021