হোম /খবর /হুগলি /
অবসর নিয়েছেন ৭ বছর আগে, অনুপস্থিতির জন্য 'এই' শিক্ষকের সঙ্গে যা ঘটল, নজিরবিহীন

Hooghly News|| অবসর নিয়েছেন ৭ বছর আগে, অনুপস্থিতির জন্য 'এই' শিক্ষকের সঙ্গে যা ঘটল, নজিরবিহীন

X
অবসরপ্রাপ্ত [object Object]

Hooghly News: অবসর নিয়েছেন ৭ বছর আগে। এই অবসর জীবনে এসে পৌঁছালো শোকজ নোটিস ! ১০ই মার্চ তিনি কেন স্কুলে অনুপস্থিত ছিলেন তার উত্তর জানতে চেয়ে শোকজ নোটিশ পাঠায় পর্ষদ।

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

হুগলি: শিক্ষকতা থেকে অবসর নিয়েছেন ৭ বছর আগে। ৩৬ বছর চাকরি করার পর অবসর জীবনে এসে পৌঁছল শোকজ নোটিস। ১০ মার্চ তিনি কেন স্কুলে অনুপস্থিত ছিলেন, তার উত্তর জানতে চেয়ে শোকজ নোটিশ পাঠায় পর্ষদ। আর তাতেই হতবাক আদি সপ্তগ্রাম হাই স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক কিশোর চট্টোপাধ্যায়।

ডিএ, শূন্যপদ পূরন-সহ কয়েক দফা দাবিতে গত ১০ মার্চ ধর্মঘটের ডাক দিয়েছিল সংগ্রামী যৌথ মঞ্চ। সেই ধর্মঘটে সামিল হয়েছিলেন স্কুল শিক্ষক শিক্ষা কর্মীরা। ধর্মঘটের আগে সরকারি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছিল ধর্মঘটের দিন অনুপস্থিত থাকলে কড়া ব্যবস্থা নেবে পর্ষদ। সেক্ষেত্রে এক দিনের বেতন কাটা, সার্ভিস ব্রেক পর্যন্ত হতে পারে।

আরও পড়ুনঃ 'এই' পুরসভা এলাকায় আপনার বাড়ি? তাহলে খুব সাবধান! নির্দিষ্ট কাজটি না হলে বড় বিপদে পড়বেন

সরকারি নির্দেশকে উপেক্ষা করে সেদিন সরকারি বিভিন্ন দফতর স্কুলে হাজিরা ছিল উল্লেখযোগ্য ভাবে কম। যারা সেদিন স্কুলে অনুপস্থিত ছিলেন তাদের শোকজ করা হয় মধ্যশিক্ষা পর্ষদ থেকে। হুগলির মগরার আদি সপ্তগ্রাম হাইস্কুলের অবসর প্রাপ্ত শিক্ষক কিশোর চট্টোপাধ্যায়কে শোকজ করা হয়েছে। কিশোর চট্টোপাধ্যায় জানান, তিনি অবাক হয়েছেন। স্কুলে ফিজিক্যাল এডুকেশনের শিক্ষক ছিলেন তিনি। ২০১৬ সালে তিনি অবসর নিয়েছেন। তার স্কুলের সহকর্মীরা শুক্রবার ফোন করে জানান শোকজের কথা। হোয়াটসঅ্যাপে চিঠিও পাঠিয়ে দেন।

প্রাক্তন শিক্ষক জানান, তার আগে বা পরে অবসর নিয়েছেন এমন অনেককেই শোকজ করা হয়েছে। স্কুলের একজন করণিক ছিলেন তিনি ২০১৯ সালে মারা গিয়েছেন, তাঁকেও শোকজ করা হয়েছে। কিশোর চট্টোপাধ্যায়ের প্রশ্ন কতজন শিক্ষক, কতজন অবসর নিয়েছেন কোনও তথ্যই কি পর্ষদের কাছে নেই? তিনি প্রশ্ন করছেন হচ্ছেটা কি?

রাহী হালদার

Published by:Shubhagata Dey
First published:

Tags: Hooghly