corona virus btn
corona virus btn
Loading

কেন্দ্র দোকান খোলায় ছাড় দিলেও তার প্রভাব পড়েনি করোনামুক্ত এই শহরে

কেন্দ্র দোকান খোলায় ছাড় দিলেও তার প্রভাব পড়েনি করোনামুক্ত এই শহরে

করোনার সংক্রমণ দেখা না দেওয়ায় বর্ধমান কালনা কাটোয়া শহর লক ডাউনের আওতার বাইরে আসবে এমনটাই আশা করছেন বাসিন্দারা।

  • Share this:

#বর্ধমান: কেন্দ্রীয় সরকার আজ থেকে লকডাউনে বেশ কিছু দোকান খোলার ক্ষেত্রে  ছাড় দিলেও বর্ধমানে শনিবার দুপুর পর্যন্ত তার কোনো প্রভাব পড়েনি। এদিনও বর্ধমানের বেশিরভাগ দোকানপাট বাজার বন্ধই ছিল। লক ডাউনের আওতার বাইরে থাকা ওষুধের দোকান, মিষ্টির দোকান, মুদিখানা দোকানই শুধুমাত্র খোলা ছিল। তবে এদিন সবজি বাজার বা ফল বাজারে বাড়তি ভিড় লক্ষ্য করা গিয়েছে।

পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষের বাদুলিয়া গ্রামে দু জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ মিললেও জেলার বর্ধমান কালনা কাটোয়া শহর সহ বাকি অংশ করোনা সংক্রমণ মুক্ত। করোনার সংক্রমণ দেখা না দেওয়ায় বর্ধমান কালনা কাটোয়া শহর লক ডাউনের আওতার বাইরে আসবে এমনটাই আশা করছেন বাসিন্দারা। এরই মধ্যে কেন্দ্র করোনার সংক্রমণ নেই এমন এলাকাগুলিতে বেশ কিছু দোকান খোলার ক্ষেত্রে ছাড় দিয়েছে বলে খবর। তবে বর্ধমান কালনা কাটোয়া গুসকরা মেমারি শহরে শনিবারও কেন্দ্রের সেই ঘোষনার তেমন কোনো প্রভাব দেখা যায়নি। খোলেনি চায়ের দোকান বা স্টেশনারি দোকানও।

জেলা প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, লক ডাউন শিথিল করার কোনও নির্দেশ এখনও পর্যন্ত জেলায় আসেনি। তাছাড়া কোন কোন এলাকায় কোন কোন দোকান খোলা যাবে বা কোন কোন এলাকা লক ডাউনের আওতার মধ্যে থাকবে এই সংক্রান্ত কোনো তথ্য এখনো জেলা প্রশাসনের কাছে নেই। তাই লক ডাউন মেনে চলতেই বাসিন্দাদের পরামর্শ দেওয়া হচ্ছে। লক ডাউন ভেঙ্গে কেউ বাইরে বেরিয়ে এলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সবজি মার্কেটগুলিতেও যাতে সামাজিক দূরত্ব বজায় রেখেই কেনাবেচা চলে সে ব্যাপারে নজরদারি চালাচ্ছে পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা।

First published: April 25, 2020, 3:42 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर