হোম /খবর /দক্ষিণবঙ্গ /
গ্যাস সিলিন্ডার ফেটে পুড়ে ছাই ঘরবাড়ি-সহ দোকান !

গ্যাস সিলিন্ডার ফেটে পুড়ে ছাই ঘরবাড়ি-সহ দোকান !

রবিবার রাতে মিষ্টি তৈরির সময় গ্যাস সিলিন্ডারে আগুন লাগে ৷

  • Last Updated :
  • Share this:

#ঘাটাল: ঘাটালের খড়ার বনবুড়ি এলাকার ঘটনা। রবিবার রাতে মিষ্টি তৈরির সময় হঠাৎ দোকানে রাখা গ্যাস সিলিন্ডারে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে আগুন। খবর দেওয়া হয় ঘাটালের দমকল কর্মীদের।

স্থানীয় সূত্রে খবর, ওই দোকানের মধ্যে থাকত একটি পরিবার। রবিবার রাতে মিষ্টি তৈরির সময় গ্যাস সিলিন্ডারে আগুন লাগে ৷ সঙ্গে সঙ্গে পরিবারের লোকজন প্রাণে বাঁচতে বেরিয়ে আসে দোকানের ভিতর থেকে।

অল্প কিছুক্ষণের মধ্যেই গ্যাস সিলিন্ডার ফেটে যায়। আগুনের হাত থেকে সকলে প্রাণে বাঁচলেও দোকানের পিছনে একটি চালা ঘরে রাখা দুটি গবাদি পশু আগুনে ঝলসে যায়। ঘটনাস্থলে পৌঁছয় ঘাটাল থানার পুলিশ ও দমকল কর্মীরা। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। লক্ষাধিক টাকার আসবাবপত্র-সহ দোকানে রাখা সব সামগ্রীই পুড়ে ছাই হয়ে যায়।

Published by:Siddhartha Sarkar
First published: