• Home
 • »
 • News
 • »
 • south-bengal
 • »
 • রেলের অনুমতি ছাড়াই দ্রুত গতিতে ট্রেন চালিয়ে শুটিং ঝাড়গ্রামে, উঠছে প্রশ্ন

রেলের অনুমতি ছাড়াই দ্রুত গতিতে ট্রেন চালিয়ে শুটিং ঝাড়গ্রামে, উঠছে প্রশ্ন

 • Share this:

  #বাঁশতলা: রেলের অনুমতি না নিয়ে শুটিং ঝাড়গ্রামে। বড়সড় বিপদের আশঙ্কা নিয়েই শুটিং হয় বাঁশতলা স্টেশনে। সোমবার শুটিং চলাকালীন ছুটে যায় দ্রুতগামী ট্রেন। অনুমতি ছাড়া শুটিং করায় প্রোডাকশন হাউসকে চিঠি দিয়েছে রেল।

  তীব্র গতিতে ধেয়ে আসছে দুরন্ত এক্সপ্রেস। কিছুক্ষণের মধ্যেই অন্য লাইনে দ্রুত গাতির মাল গাড়ি।

  কিছুক্ষণ আগেই বাঁশতলা স্টেশনের কাছে রেল লাইনের ওপরে চলে এসেছিল হাতির পাল। সেই খবর সংগ্রহ করতে গিয়েছিলেন নিউজ 18 বাংলার প্রতিনিধি।

  বাঁশতলা স্টেশনে তখন চলছে বাংলা সিনেমার শুটিং। রেল লাইনের ধারে শুটিং চললেও রেলের কোনও অধিকারিক বা রেল রক্ষী বাহিনীর দেখা মেলেনি। খটকা লাগে আমাদের প্রতিনিধির। খোঁজ-খবর নিতে গিয়েই বেড়িয়ে আসে আসল তথ্য।

  রেলের অনুমতি ছা়ড়াই শুটিং চলছে বাঁশতলা স্টেশনে। যে কোনও সময় ঘটে যেতে পারে দুর্ঘটনা। শুটিং দেখতে আসেন স্থানীয় বাসিন্দারা। ছিলও কোনও রকম ভিড় সামলানোর ব্যবস্থা।

  রেলের নিয়ম অনুযায়ী,

  রেল লাইনের ধারে বা স্টেশনে কোনও শুটিং করলে রেলের আগাম অনুমতি নিতে হয়

  রোলিং স্টক হিসাবে সিকিউরিটি ডিপোজিট ও বীমার টাকা জমা রাখতে হয়

  এছাড়া রেলের সম্পত্তি ব্যবহারের জন্য আলাদা টাকা জমা দিতে হয়

  কোনও আইনই মানেনি বাংলা সিনেমার প্রোডাকশন হাউস

  রেলওয়ে ট্রেসপাসিং অ্যাক্ট-১৯৪৭ এর ১৪৭ ধারা ভঙ্গ করা হয়েছে

  শুটিং চলাকালীন ঘটে যেতে পারত অমৃতসরের মতো ঘটনা। গত বছর দসেরার রাবণ বধ দেখতে গিয়ে লাইনের ওপর চলে আসেন বাসিন্দারা। ট্রেনের ধাক্কার বেশ কয়েক জনের মৃত্যু হয়েছিল।

  অনুমতি ছাড়া শুটিং করায় ওই প্রোডাকশন হাউসকে চিঠি দিয়েছে দক্ষিণ পূর্ব রেল। তদন্তের পর মোটা অঙ্কের জরিমানাও করা হতে পারে। যদিও প্রোডাকশন হাউস কোনও প্রতিক্রিয়া দিতে চায়নি।

  First published: