#ডোমকল: মুর্শিদাবাদের ডোমকলে সালিশি সভায় শ্যুট আউট৷ গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে এক যুবকের৷ আরও অন্তত ৮ থেকে ৯ জন গুরুতর আহত হয়েছেন বলেও খবর৷ ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায়৷ ইতিমধ্যেই ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে বিশাল পুলিশ বাহিনী৷
জানা গিয়েছে, জমি সংক্রান্ত পুরনো বিবাদ মেটাতেই এ দিন এই সালিশি সভা ডাকা হয়েছিল৷ সেখানেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় আচমকা গুলি চলে৷ আহতদের ইতিমধ্যেই ডোমকল সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ নিহত যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর বলে জানা গিয়েছে৷
আরও পড়ুন: মায়ের সঙ্গে এ কী করল ছেলে-বউমা! স্তম্ভিত গোটা গোপালনগর, ছুটে এল পুলিশ
ঘটনার পর শুধু ডোমকল নয়, জলঙ্গি এবং রানিনগর থানা থেকেও পুলিশ বাহিনীকে ঘটনাস্থলের উদ্দেশ্যে পাঠানো হয়েছে৷ তবে অভিযুক্তরা ইতিমধ্যেই গা ঢাকা দিয়েছে৷ তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ৷ প্রাথমিক ভাবে পাওয়া খবর অনুযায়ী, অন্তত চার থেকে পাঁচ বছরের পুরনো একটি জমি বিবাদের মীমাংসা করতেই ওই সালিশি সভা ডাকা হয়েছিল৷
ডোমকল এলাকায় গ্রাম্য বিবাদ মেটাতে সালিশি সভা ডাকার প্রচলন রয়েছে৷ তবে সেখানে গুলি চলার মতো পরিস্থিতি কী ভাবে তৈরি হল, তা খতিয়ে দেখছে পুলিশ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Murshidabad