• Home
 • »
 • News
 • »
 • south-bengal
 • »
 • আকাঙ্খা হত্যাকাণ্ডে: উদয়নকে জেরায় উঠে এল আরও চাঞ্চল্যকর তথ্য

আকাঙ্খা হত্যাকাণ্ডে: উদয়নকে জেরায় উঠে এল আরও চাঞ্চল্যকর তথ্য

আকাঙ্খা হত্যাকাণ্ডে নয়া মোড় ৷ উদয়নকে জেরা করে মিলল একাধিক চাঞ্চল্যকর তথ্য ৷

আকাঙ্খা হত্যাকাণ্ডে নয়া মোড় ৷ উদয়নকে জেরা করে মিলল একাধিক চাঞ্চল্যকর তথ্য ৷

আকাঙ্খা হত্যাকাণ্ডে নয়া মোড় ৷ উদয়নকে জেরা করে মিলল একাধিক চাঞ্চল্যকর তথ্য ৷

 • Share this:

  #পুরুলিয়া: আকাঙ্খা হত্যাকাণ্ডে নয়া মোড় ৷ উদয়নকে জেরা করে মিলল একাধিক চাঞ্চল্যকর তথ্য ৷ যতদিন যাচ্ছে আকাঙ্খা হত্যাকাণ্ডের জট একে একে খুলছে ৷ কখনও ত্রিকোণ প্রেম তো কখনও টাকার লোভ ৷ আকাঙ্খার মৃত্যুর কারণ হিসেবে উঠে এসেছে একের পর এক নয়া তথ্য ৷ কাল রাত ১০টা পর্যন্ত বাঁকুড়া সদর থানায় উদয়নকে দফায় দফায় জেরা করা হয় ৷ জেরা করেন এসপি সুখেন্দু হীরা ৷ উপস্থিত ছিলেন আরও কয়েকজন পুলিশকর্তা ৷ গভীর রাত অবধি লকআপেই পায়চারি করে উদয়ন ৷

  জেরায় উদয়ন জানিয়েছেন, ১২ জুলাই কলকাতা আসতে চান আকাঙ্খা ৷ সেটা আটকানোর জন্য তাকে ভোপালের একাধিক জায়গায় ঘুরতে নিয়ে যায় উদয়ন ৷ ঘুরে এসে ফের বাড়ি ফিরে যাওয়ার কথা জানায় আকাঙ্খা ৷ তাকে আটকানোর কোনও উপায় না পেয়ে অবশেষে তাকে খুন করে উদয়ন ৷ সম্ভবত ১৪ জুলাই রাতেই আকাঙ্খাকে খুন করা হয় বলে জানা গিয়েছে ৷

  তবে উদয়ন যে পাকা মাথার খুনি তার প্রমাণও পেয়েছেন তদন্তকারীরা। ভোপালে উদয়নের ঘর থেকে আকাঙ্খার লেখা চিঠি উদ্ধার করে পুলিশ। তাতে দু'জনের প্রেমের সম্পর্ক, লং ড্রাইয়ে যাওয়া ও দেশ ছাড়ার উল্লেখ রয়েছে। প্রাথমিকভাবে এই লেখাগুলি আকাঙ্খার বলে ভাবা হয়েছিল। তবে জেরায় উদয়ন স্বীকার করেছে, তদন্তকে ভুল পথে চালাতেই আকাঙ্খার নাম করে এই চিঠিগুলি সে লিখেছিল। এমনকী আমেরিকায় যাওয়ার মিথ্যে তথ্য দিতে পাসপোর্টেও কারচুপি করে সিরিয়াল কিলার উদয়ন।

  First published: