• Home
 • »
 • News
 • »
 • south-bengal
 • »
 • শিবপুর থানায় রাখা বোমায় বিস্ফোরণ, গুরুতর আহত ২ সিভিক ভলান্টিয়ার

শিবপুর থানায় রাখা বোমায় বিস্ফোরণ, গুরুতর আহত ২ সিভিক ভলান্টিয়ার

উদ্ধার করে থানায় মজুদ রাখা বোমা ফেটে আহত হলেন দুই পুলিশকর্মী। আজ সকালে হাওড়ার শিবপুর থানার ঘটনা। আগেও বহুবার

উদ্ধার করে থানায় মজুদ রাখা বোমা ফেটে আহত হলেন দুই পুলিশকর্মী। আজ সকালে হাওড়ার শিবপুর থানার ঘটনা। আগেও বহুবার

উদ্ধার করে থানায় মজুদ রাখা বোমা ফেটে আহত হলেন দুই পুলিশকর্মী। আজ সকালে হাওড়ার শিবপুর থানার ঘটনা। আগেও বহুবার

 • Pradesh18
 • Last Updated :
 • Share this:

  #হাওড়া: উদ্ধার করে থানায় মজুদ রাখা বোমা ফেটে আহত হলেন দুই পুলিশকর্মী। আজ সকালে হাওড়ার শিবপুর থানার ঘটনা। আগেও বহুবার এমন থানায় রাখা বোমা ফেটে পুলিশকর্মীরা আহত হয়েছেন। কিন্তু তার থেকে শিক্ষা নেওয়া হয়নি।

  সকাল নটা নাগাদ শিবপুর থানা চত্বরের বাগান পরিস্কার করতে গিয়েই বিপত্তি। পুজোর আগে বাগান পরিস্কারের কাজে লাগানো হয় জনা পাঁচেক সিভিক ভলান্টিয়ার।কিছু বুঝে ওঠার আগেই বিস্ফোরণের আওয়াজ। বিস্ফোরণের জেরে গুরুতর আহত হন দুই সিভিক ভলান্টিয়ার। চোট লাগে বাকিদেরও। তাদের প্রত্যেককেই হাওড়ার জৈন হাসপাতালে ভরতি করা হয়। অনিরুদ্ধ বাগ নামে এক সিভিক ভলান্টিয়ারের চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় তাকে কলকাতায় নিয়ে আসা হয়েছে।

  শিবপুরের এই ঘটনাই প্রথম নয়। ইটাহার পুলিশ স্টেশনে রাখা বোমা ফেটে বিস্ফোরণ হয়েছিল ৷ মুর্শিদাবাদের বেলডাঙা থানায় রাখা বোমা থেকেও হয়েছিল বিস্ফোরণ ৷ ঘটনার জেরে আহত হয়েছিল ১ জন ৷ মুর্শিদাবাদের বড়ঞাঁ থানাতেও একই ভাবে হয়েছিল বিস্ফোরণ ৷ তারপরেও যে পুলিশ কোনও শিক্ষা নেয়নি, তার প্রমাণ শিবপুর থানার ঘটনায়। একই সঙ্গে থানার বাগান পরিস্কার করার জন্য কেন সিভিক ভলান্টিয়াদের কাজে লাগানো হয় তা নিয়েও উঠছে প্রশ্ন। তদন্তের নির্দেশ দিয়েছেন হাওড়ার পুলিশ কমিশনার ৷

  First published: