#বোলপুর: এদিন সকালে একটি ভ্যান গাড়ি করে গাছের শুকনো ডাল পালা নিয়ে যাচ্ছিল এক ব্যক্তি। অভিযোগ সেই সময় উপাচার্যের বাস ভবনের কাছে থাকা বিশ্বভারতীর নিরাপত্তারক্ষীরা তাকে আটক করে। কাঠ সহ ভ্যানগাড়িতে বিশ্বভারতী নিরাপত্তা আধিকারিক তাকে ধরে নিয়ে যায়।
গাড়িটি ছেড়ে দেওয়ার পরিপেক্ষিতে ৫০০০ টাকা চাওয়ায় পিন্টু বাগদি নামে ওই ব্যক্তির কাছ থেকে। টাকা না দেওয়ায় গাড়িটি আটকে রাখা হয় ও তাকে হেনস্থা করা হয় বলে অভিযোগ। এই ঘটনার সেইদিন রাতেই শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ দায়ের করে পিন্টু বাগদি। তিনি বলেন দীর্ঘক্ষণ ভ্যান গাড়িতে আটকে রেখে আমাকে হেনস্তা করে বিশ্বভারতী নিরাপত্তারক্ষীরা আমার কাছে ৫০০০টাকা তোলা চেয়েছে। দিইনি তাই আমার গাড়ি ছাড়েনি। নিরাপত্তারক্ষীদের অধিকার নেই গাড়ি আটকে রাখার। থানায় না দিয়ে আমার গাড়ি আটকে রেখে দেয় বিশ্বভারতী নিরাপত্তারক্ষীরা।
এই প্রসঙ্গে, বিশ্বভারতীর জনসংযোগ আধিকারিক অনির্বান সরকার বলেন আমরা গাড়িটি বনদপ্তরে দিয়ে দিয়েছি। জেলা পুলিশ সুপার শ্যাম সিং বলেন, অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে দেখছে পুলিশ।
Indrajit Ruj
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Viswa Bharati University