শক্তিগড়: শনিবার শক্তিগড়ে শ্যুটআউটের সময় ঘটনাস্থলেই ছিলেন গরু পাচার কাণ্ডে অভিযুক্ত আব্দুল লতিফ৷ আগেই জানা গিয়েছিল, আব্দুল লতিফের গাড়িতে করেই সেদিন কলকাতার দিকে আসছিলেন শক্তিগড় শ্যুটআউটে নিহত বিজেপি নেতা ও কয়লা মাফিয়া রাজু ঝা৷ তার পরে ভাইরাল হওয়া একটি ভিডিও-তেও ঘটনাস্থলে লতিফের উপস্থিতির ইঙ্গিত মিলেছিল৷ এবার আব্দুল লতিফের গাড়ির চালক পুলিশের কাছে যে এফআইআর করেছেন, তাতেই ঘটনার দিন লতিফের উপস্থিতির কথা জানিয়েছেন তিনি৷
গত শনিবার শক্তিগড়ে জাতীয় সড়কের ধারে গাড়ির ভিতরে গুলি করে খুন করা হয় রাজু ঝা নামে ওই কয়লা ব্যবসায়ীকে৷ ঘটনার পরই গরু পাচার কাণ্ডে অভিযুক্ত আব্দুল লতিফের যোগ পায় পুলিশ৷ যদিও ঘটনার পর থেকেই উধাও হয়ে যান লতিফ৷ গুলি চলার ঘটনার পরই ঘটনাস্থল থেকে পালান তিনি৷ ইতিমধ্যেই এই ঘটনার তদন্তে সিট গঠন করেছে রাজ্য সরকার৷ যদিও এখনও অধরা দুষ্কৃতীরা৷
আরও পড়ুন: সন্ধ্যাবেলায় শ্যুটআউট, ভয়ে কাঁপছে শক্তিগড়
পুলিশকে দেওয়া বয়ানে আব্দুল লতিফের গাড়ির চালক জানিয়েছেন, ঘটনার দিন প্রথমে বীরভূমের ইলামবাজারের বাড়ি থেকে দুর্গাপুরে আসেন আব্দুল লতিফ৷ সেখানে প্রথমে ব্রতীন মুখোপাধ্যায় ওঠেন গাড়িতে৷ এর পর একটি হোটেলে পৌঁছন দু' জনে৷ সেখানে অপেক্ষা করছিলেন রাজু ঝা৷ সন্ধের পর ওই হোটেল থেকে রাজু ঝা এবং তাঁর সঙ্গী ব্রতীন মুখোপাধ্যায়কে নিয়ে কলকাতার দিকে রওনা দেন আব্দুল লতিফ৷
এর পর শক্তিগড়ে পৌঁছে রাজু ঝা-ই গাড়ি থামাতে বলেন৷ আব্দুল লতিফ নেমে ঝালমুড়ি কিনতে যান৷ ব্রতীন মুখোপাধ্যায় তাঁকে পান মশলা আনতে বলে বলে জানিয়েছেন লতিফের গাড়ি চালক৷ সে গাড়ি থেকে নামার পরই হামলা চালায় আততায়ীরা৷ গুলি লাগে চালকের পাশের আসনে বসে থাকা রাজু ঝা এবং পিছনের আসনে থাকা তাঁর সহযোগী ব্রতীন মুখোপাধ্যায়ের শরীরে৷
এই ঘটনায় আব্দুল লতিফের ভূমিকা নিয়ে নতুন করে সংশয় তৈরি হয়েছে৷ লতিফের গতিবিধি জানার চেষ্টা করছে সিবিআই-ও৷ রাজু ঝা খুনে অভিযুক্তরা ধরা না পড়লেও যে গাড়িটি করে তারা এসেছিল সেটি শক্তিগড় এলাকা থেকেই উদ্ধার হয়েছে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Murder, Purba bardhaman