হোম /খবর /দক্ষিণবঙ্গ /
বিশ্বভারতীর উপাচার্যের পদত্যাগ দাবি, ৫০ বছরের উদযাপনে বছর শেষে পথে নামছে এসএফআই

বিশ্বভারতীর উপাচার্যের পদত্যাগ দাবি, ৫০ বছরের উদযাপনে বছর শেষে পথে নামছে এসএফআই

বামপন্থী ছাত্র ছাত্রীদের পাশাপাশি কেন্দ্রীয় মিছিলে হাঁটবেন বিমান বসু, সুজন চক্রবর্তী, সূর্যকান্ত মিশ্ররা। ৩০ ডিসেম্বর শেষ দিনে উত্তর ২৪ পরগণার বারাসতে ছাত্র মিছিলের ডাক দিয়েছে এসএফআই।

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: সংগঠনের অর্ধশত বর্ষ। পথে নামছে বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই। ২৭ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত রাজ্যের সর্বত্র জেলা জুড়ে মিছিল করবে স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া। ২৭ ডিসেম্বর দক্ষিণ ২৪ পরগনায় বর্ণাঢ্য মিছিল দিয়ে ৫০ তম বর্ষ উদযাপনের শুরু। ২৮ ডিসেম্বর কলকাতার রাস্তায় কেন্দ্রীয় মিছিলের ডাক দিয়েছে এসএফআই। বামপন্থী ছাত্র ছাত্রীদের পাশাপাশি কেন্দ্রীয় মিছিলে হাঁটবেন বিমান বসু, সুজন চক্রবর্তী, সূর্যকান্ত মিশ্ররা। ৩০ ডিসেম্বর শেষ দিনে উত্তর ২৪ পরগণার বারাসতে ছাত্র মিছিলের ডাক দিয়েছে এসএফআই।

বৃহস্পতিবার এসএফআইয়ের রাজ্য দফতর দীনেশ মজুমদার ভবনে এই কথা জানান সংগঠনের রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য। এসএফআই-এর অর্ধশতবর্ষ উপলক্ষে বর্তমান ছাত্র-ছাত্রীদের পাশাপাশি মিছিলে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে সংগঠনের প্রাক্তনীদেরও। বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বামফ্রন্টের শীর্ষ নেতৃত্ব-সহ ছাত্র সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্বরা।

রাজ্য জুড়ে মিছিল ছাড়াও শহর জুড়ে এক হাজার দেওয়াল লিখন করা হবে। সংগঠনের পক্ষ থেকে বামপন্থী  আন্দোলনে শহীদ পরিবারের বাড়ি বাড়ি গিয়ে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন বামপন্থী ছাত্র নেতারা।

এদিন এসএফআইয়ের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর পদত্যাগ দাবি করেন সংগঠনের রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য। শান্তিনিকেতনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আসনে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপবেশনকে কেন্দ্র করে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর কড়া সমালোচনা করা হয় সংগঠনের পক্ষ থেকে।

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কে রাজনীতির আখড়া বানানো হচ্ছে বলে অভিযোগ করা হয় স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে। একইসঙ্গে সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বোলপুর সফরের সময়ে হাউস অ্যারেস্ট করে রাখা হয় এসএফআইয়ের স্থানীয় নেতৃত্বকে। সংগঠনের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা করা হয়।

একইসঙ্গে রাজ্য সরকার ক্লাসরুম টিচিং ফেরাতে ব্যর্থ হলেও বিষোদগার করেন বামপন্থী ছাত্রনেতারা। আগামী জানুয়ারি মাস থেকে রাজ্যের সব কলেজে ক্লাস শুরুর পক্ষে জোরালো সওয়াল করেন বামপন্থী ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ।

PARADIP GHOSH 

Published by:Siddhartha Sarkar
First published:

Tags: SFI