• Home
 • »
 • News
 • »
 • south-bengal
 • »
 • মধুচক্রের অভিযোগে সোদপুর থেকে গ্রেফতার ১৫

মধুচক্রের অভিযোগে সোদপুর থেকে গ্রেফতার ১৫

মধুচক্র চালানোর অভিযোগে পানশালার ম্যানেজার সহ ধৃত ১৫ ৷ সোদপুরের ঘোলা এলাকা থেকে ধৃতদের গ্রেফতার করে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ৷

মধুচক্র চালানোর অভিযোগে পানশালার ম্যানেজার সহ ধৃত ১৫ ৷ সোদপুরের ঘোলা এলাকা থেকে ধৃতদের গ্রেফতার করে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ৷

মধুচক্র চালানোর অভিযোগে পানশালার ম্যানেজার সহ ধৃত ১৫ ৷ সোদপুরের ঘোলা এলাকা থেকে ধৃতদের গ্রেফতার করে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ৷

 • Pradesh18
 • Last Updated :
 • Share this:

  #সোদপুর: মধুচক্র চালানোর অভিযোগে পানশালার ম্যানেজার সহ ধৃত ১৫ ৷ সোদপুরের ঘোলা এলাকা থেকে ধৃতদের গ্রেফতার করে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ  ৷ কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে পানশালায় মধুচক্র চালানোর অভিযোগ উঠেছে ৷ পানশালার ম্যানেজার-সহ ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে ৷ এদের মধ্যে ১০ জন মহিলা রয়েছে ৷ এক্সপ্রেসওয়ের ধারে বেশ কয়েকটি পানশালা রয়েছে ৷ বেশ কয়েকদিন ধরেই পানশালার উপরে নজরে ছিল পুলিশের ৷ গোপন সূত্রে খবর পেয়ে বুধবার ভোররাতে পানশালায় হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা ৷ হাতেনাতে ঘটনাস্থল থেরে ধরে ফেলেন ১৫ জনকে ৷ পানশালার মালিক পলাতক ৷ এর কয়েকমাস আগে বাগুইআটির একটি ফ্ল্যাটের ভিতর চলা মধুচক্রের আসর থেকে আপত্তিজনক অবস্থায় ধরা পড়ল ৬ জন মহিলা ও ৩ জন পুরুষ ৷উইকএন্ডের আনন্দতে হঠাৎই এসে হাজির পুলিশ ৷ মধুচক্রের মধ্যে পুলিশের কড়া লাঠি ! গ্রেফতার ৯ জন ৷ ঘ পুলিশ জানায়, বেশ কয়েকদিন ধরেই নজরে ছিল বাগুইআটির ফ্ল্যাটের উপর ৷ মাঝে মধ্যেই ওই ফ্ল্যাটে নানা ধরণের লোকদের যাওয়া-আসা লেগেই থাকত ৷ পরে গোপন সূত্রে মধুচক্রের খবর পেয়ে শুক্রবার রাতেই ঝোপ বুঝে কোপ পুলিশের ৷ একেবারে হাতে-নাতে ধরা পড়লেন ৬ মহিলাসহ, ৩ জন পুরুষ ৷ শনিবার বারাসত আদালতে পেশ করা হবে এই ৯জন অভিযুক্তকে ৷

  First published: