CAA-এর প্রতিবাদে মুর্শিদাবাদের কৃষ্ণপুরে পরপর ট্রেনে আগুন, দেখুন ভিডিও

CAA-এর প্রতিবাদে মুর্শিদাবাদের কৃষ্ণপুরে পরপর ট্রেনে আগুন, দেখুন ভিডিও
Pic: Twitter
  • Share this:

#কৃষ্ণপুর: নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় এবার আগুন জ্বলল মুর্শিদাবাদের কৃষ্ণপুর স্টেশনে ৷ স্টেশনে দাঁড়িয়ে থাকা পরপর ৪টি ট্রেনে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা ৷

ফাঁকা লালগোলা প্যাসেঞ্জারে আগুন ধরানো হয় ৷ ভাঙচুর চালানো হয় জঙ্গপুর স্টেশনেও ৷

গতকাল থেকেই মূর্শিদাবাদের বিভিন্ন জায়গায় আন্দোলনের নামে তাণ্ডবের খবর আসতে শুরু করে ৷ শুক্রবার বেলডাঙা স্টেশনে আগুন-ভাঙচুরের পর আজও ভাঙচুর চালানো হয় ৷ দমকলের গাড়ি স্টেশনে আগুন নেভাতে গেলে বিক্ষোভকারীরা দমকলের গাড়িতেই আগুন লাগিয়ে দেয়। নিমতিতা স্টেশনে যথেচ্ছ ভাঙচুর চালানো হয় ৷ স্টেশন মাস্টারের ঘর থেকে যাত্রীদের বসার জায়গা, টিকিট কাউন্টার সর্বত্র তাণ্ডব চালানো হয় ৷

সুতির সাজুর মোড়ে ৩৪ নং জাতীয় সড়ক অবরোধ। রাস্তায টায়ার জালিয়ে বিক্ষোভ। ৩৪ নম্বর জাতীয সড়কে সরকারি বাস ভাঙচুর করে আগুন।

পাশাপাশি মূর্শিদাবাদে সুতির টোল ট্যাক্সে ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। সুতিতে টোল ট্যাক্সের কাছেই ২টি সরকারি বাস ভাঙচুর চালানো হয়। সামশেরগঞ্জে থানায় ভাঙচুর হয় ৷ সুজনিপাড়া স্টেশনে ভাঙচুরের পর আগুন লাগিয়ে দেয় বিক্ষোভকারীরা।

কৃষ্ণপুর স্টেশনে ট্রেনে আগুন লাগার ভিডিওটি তুলে ট্যুইটারে শেয়ার করেছেন এক সাংবাদিক ৷ দেখুন সেই ভিডিও-

First published: 06:50:30 PM Dec 14, 2019
পুরো খবর পড়ুন
अगली ख़बर