হোম /খবর /দক্ষিণবঙ্গ /
লকডাউন না মানায়, আটক ইসলামপুরের বেশ কিছু টোটো চালক! কান ধরে ওঠবস করায় পুলিশ !

লকডাউন না মানায়, আটক ইসলামপুরের বেশ কিছু টোটো চালক! কান ধরে ওঠবস করায় পুলিশ !

ইসলামপুরে লকডাউন ভঙ্গ করার অভিযোগে শহরের বেশ কয়েকজন টোটো চালককে কানধরে ওঠবস করাল পুলিশ।

  • Last Updated :
  • Share this:

#ইসলামপুর: ইসলামপুরে লকডাউন ভঙ্গ করার অভিযোগে  শহরের বেশ কয়েকজন টোটো চালককে কানধরে ওঠবস করাল পুলিশ। লকডাউন ভঙ্গ করে শহরে যত্রতত্র টোটো চলাচল করছে। সেই সমস্ত টোটো চালককে আটক করে পুলিশ। এক সঙ্গে বেশ কয়েকজনকে আটক করে। পরে তাদের কান ধরে ওঠবস করানো হয়।  ওঠবস করিয়ে ছেড়ে দেওয়া হয়।

করোনা সংক্রামণের হারে রাস টানতে রাজ্য সরকার সার্বিক লকডাউন ঘোষণা করেছে। সেই ঘোষণা অনুযায়ী আজ ছিল লকডাউন। এই সার্বিক লকডাউনের মধ্যে ইসলামপুর শহরে অন্যদিনের মত টোটো চলাচল ছিল স্বাভাবিক। ইসলামপুর থানার পুলিশ রাজ্য সরকারের ঘোষণাকে বাস্তবায়িত করতে সকাল থেকে ছিল তৎপর। সরকারি নির্দেশ ভঙ্গ করার অভিযোগে বেশ কয়েকটি টোটো আটক করে। লকডাউন ভঙ্গ করার অভিযোগে পুলিশ আটক টোটো চালকদের কানধরে  ওঠবস করিয়ে ছেড়ে দেন। এদিন ইসলামপুর শহরে মানুষ ঘর ছেড়ে রাস্তায় বের হলে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। প্রয়োজন ছাড়া মানুষ ঘর ছেড়ে বের হলে তাদের বাড়িতে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। এছাড়াও যে সমস্ত ব্যাক্তির মাস্ক ছাড়া বেরিয়ে ছিলেন তাদেরও বাড়িতে ফেরত পাঠানো হয়।

UTTAM PAUL

Published by:Piya Banerjee
First published:

Tags: Coronavirus, Lockdown