• Home
 • »
 • News
 • »
 • south-bengal
 • »
 • সাপের কামড়ের পর দু’ঘণ্টা ধরে চলল ঝাড়ফুঁক, অবশেষে মৃত্যু সপ্তম শ্রেণির ছাত্রী

সাপের কামড়ের পর দু’ঘণ্টা ধরে চলল ঝাড়ফুঁক, অবশেষে মৃত্যু সপ্তম শ্রেণির ছাত্রী

অভিযোগ সোমবার রাতে নিজের বাড়িতে ঘুমাচ্ছিল ১৩ বছরের মেয়েটি। গভীর রাতে তাকে একটি সাপ কামড়ায় তার পায়ে।

অভিযোগ সোমবার রাতে নিজের বাড়িতে ঘুমাচ্ছিল ১৩ বছরের মেয়েটি। গভীর রাতে তাকে একটি সাপ কামড়ায় তার পায়ে।

অভিযোগ সোমবার রাতে নিজের বাড়িতে ঘুমাচ্ছিল ১৩ বছরের মেয়েটি। গভীর রাতে তাকে একটি সাপ কামড়ায় তার পায়ে।

 • Share this:

  #বাসন্তী: কুসংস্কারের অন্ধকার। মৃত্যু সপ্তম শ্রেণীর পড়ুয়ার। সাপ কামড়ানোর পর ২ ঘণ্টা ধরে চলল ঝাড়ফুঁক। সোমবার রাতে কালাচ সাপ কামড়ায় বাসন্তির জয়গোপালপুরের বাসিন্দা রিমি মণ্ডলকে। অভিযোগ, হাসপাতালে না নিয়ে গিয়ে ওঝার কাছে নিয়ে যায় পরিবার।

  অভিযোগ সোমবার রাতে নিজের বাড়িতে ঘুমাচ্ছিল ১৩ বছরের মেয়েটি। গভীর রাতে তাকে একটি সাপ কামড়ায় তার পায়ে। সাপের কামড়ে ঘুম ভেঙে চিৎকার করে ওঠে মেয়েটি।

  অভিযোগ পরিবারের লোকজন তড়িঘড়ি তাঁকে নিয়ে যায় পাশের গ্রামে একটি ওঝার কাছে । সেখানে ওষুধ খাইয়ে প্রায় দু’ঘন্টা ধরে চলে ঝাড়ফুঁক। আস্তে আস্তে অবস্থার অবনতি হলে তাকে সকালে বাসন্তী গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে থেকে তাঁকে ক্যানিং মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। অবশেষে ক্যানিং হাসপাতালে ওই ছাত্রীটির মৃত্যু হয়।

  First published: