হোম /খবর /দক্ষিণবঙ্গ /
বিবাহবার্ষিকীতেই প্রথম বার মন্ত্রী, বিশেষ দিনে বড় উপহার পেলেন শিউলি সাহা

বিবাহবার্ষিকীতেই প্রথম বার মন্ত্রী, বিশেষ দিনে বড় উপহার পেলেন শিউলি সাহা

শিউলি সাহা৷

শিউলি সাহা৷

তিন বারের বিধায়ক৷ এ বারেও কেশপুর থেকে জিতেছেন৷ শিউলিদেবীর দাবি, মন্ত্রী যে হচ্ছেন আগে থেকে আঁচ পাননি৷

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: আজই বিবাহবার্ষিকী৷ আর সেদিনই রাজ্যের মন্ত্রী হিসেবে প্রথম বার দায়িত্ব পেলেন৷ জীবনের বিশেষ দিনটা তাই আরও বেশি করে স্মরণীয় হয়ে থাকল শিউলি সাহার কাছে৷ নিজেই বলছেন, 'আজকের দিনটা মনে রাখার মতো হয়ে থাকল!'

তিন বারের বিধায়ক৷ এ বারেও কেশপুর থেকে জিতেছেন৷ শিউলিদেবীর দাবি, মন্ত্রী যে হচ্ছেন আগে থেকে আঁচ পাননি৷ তবে তিন বার জেতায় প্রত্যাশা ছিল৷ শেষ পর্যন্ত রবিবার মুখ্যমন্ত্রীর দফতর থেকে জানানো হয় সোমবার শপথ নিতে রাজ ভবনে আসতে হবে৷ আর ঘটনাচক্রে আজ, সোমবার তাঁর বিবাহবার্ষিকীও৷ হাসতে হাসতে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী শিউলি সাহা বললেন, 'জন্মদিনটা বরাবর পালন করি৷ কিন্তু কোনওদিন সেভাবে বিবাহবার্ষিকী পালন করিনি৷ ঘটনাচক্রে আজকের দিনেই জীবনে এত বড় একটা ঘটনা ঘটল৷ আমার স্বামী, পরিবারের প্রত্যেকে ভীষণ খুশি৷'

প্রতিমন্ত্রী হলেও পঞ্চায়েতের মতো গুরুত্বপূর্ণ দফতরে কাজের সুযোগ প্রচুর৷ নিজের পরিকল্পনাও তৈরি করে ফেলেছেন শিউলিদেবী৷ তাঁর কথায়, 'আমি গ্রাম বাংলার মেয়ে৷ ফলে গ্রামীণ এলাকার মানুষ, মহিলাদের কী প্রত্যাশা, চাহিদা সেটা ভাবল ভাবে বুঝি৷ যে জেলায় যে কাজের বেশি প্রয়োজন, নিজের পরিধির মধ্যে থেকে সেগুলিই অগ্রাধিকারের ভিত্তিতে করার চেষ্টা করব৷ যেমন কেশপুরের ক্ষেত্রে বলতে পারি, এখানে কয়েকটি রাস্তা অবিলম্বে করা প্রয়োজন৷ তবে গত দশ বছরে আমাদের মুখ্যমন্ত্রী, বা পঞ্চায়েত দফতরে সুব্রত মুখোপাধ্যায় যা কাজ করেছেন, তাতে মনে হয় না খুব বেশি কাজ বাকি আছে৷'

সুব্রত মুখোপাধ্যায়ের মতো সিনিয়র মন্ত্রীর অধীনে কাজের সুযোগ পাবেন৷ সিনিয়র মন্ত্রীর থেকে কাজ শিখতেও তিনি তৈরি৷ তবে আপাতত মুখ্যমন্ত্রীর পরামর্শ মতো কোভিড মোকাবিলাকেই প্রাথমিক অগ্রাধিকার দিচ্ছেন শিউলি সাহা৷

Published by:Debamoy Ghosh
First published: