• Home
 • »
 • News
 • »
 • south-bengal
 • »
 • মহকুমাশাসকের উদ্যোগে বাদাম ফেরি ছেড়ে স্কুলে ফিরল ‘বাদামওয়ালা’ হোসেন

মহকুমাশাসকের উদ্যোগে বাদাম ফেরি ছেড়ে স্কুলে ফিরল ‘বাদামওয়ালা’ হোসেন

 • Share this:

  #ডোমকল: প্রশাসনের উদ্যোগে আলোয় ফেরা। বাদাম ফেরি ছেড়ে ফের ভর্তি হওয়া স্কুলে। বাদামওয়ালা হোসেন এখন পঞ্চম শ্রেণির পড়ুয়া। সৌজন্যে ডোমকলের মহকুমাশাসক দিব্যা লোগানাথন।

  বয়স মোটে বারো। তাতে কী? ছোট্ট দুই কাঁধে সংসারে বোঝা চেপেছে বছর দুয়েক আগেই। মুর্শিদাবাদের ডোমকলের বাবলাবোনার বাসিন্দা হোসেন আহমেদ শেখ। বাবা অসুস্থ। সংসার চালানোর দায়িত্ব তাই নিজের কাঁধেই তুলে নিয়েছিল হোসেন। বাদাম, ছোলা বেচে রোজের রোজগার ছিল তিনশো থেকে চারশো টাকা।

  সংসারের চাপে পাট চোকে পড়াশোনার। হোসেনকে বাদাম বিক্রি করতে দেখে খোঁজ নেন মহকুমাশাসক। সব শুনে তিনিই হোসেনকে স্কুলে ভর্তির ব্যবস্থা করেন। বাদামওয়ালা হোসেন এখন ডোমকল ভবতারণ হাইস্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র। প্রশাসনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে স্কুল কর্তৃপক্ষও।

  স্কুলে ফিরে খুশি হোসেন। খুশি তার পরিবারও। হোসেনের বাবার জন্য রোজগারের বিকল্প ব্যবস্থাও করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে মহকুমা প্রশাসন।

  আরও পড়ুন-আধুনিকতার ঢেউয়ে বাতিলের তালিকায় সধবার প্রতীক ‘নোয়া’

  First published: