#বারাসত: 'রক্তে মিশুক সংস্কৃতি' এই মর্মে গত ১৭ ই এপ্রিল হৃদয়পুরের উদয়ন সমিতির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়ে গেল এক অন্য স্বাদের কর্মসূচি। 'শিক্ষক' তকমায় ভূষিত প্রচুর চাকুরীজীবীদের থেকে সামান্য হলেও আলাদা মানুষ অরিন্দম দে। এই দিন তার এই নানাবিধ কাজের মধ্যে একটি কাজের ষোলোকলার পূর্ণতা প্রাপ্তি হলো। এই অনুষ্ঠানের প্রথম পর্বে এষণা পরিবারের প্রাণ পুরুষ অরিন্দমের শততম রক্তদানকে সামনে রেখে গ্রীষ্মকালীন রক্ত সংকট নিরসনে এক রক্তদান শিবির । অরিন্দম প্রথমেই রক্ত দিয়ে শিবিরের সূচনা করেন । কেবল তিনিই নন, তাঁর পরিবারের সকল সদস্যের রক্তদানের মাধ্যমে শুরু হওয়া এই শিবিরে মোট চল্লিশ জন স্বেচ্ছায় রক্তদান করতে এগিয়ে আসেন । জানিয়ে রাখা প্রয়োজন, আঠারো জন জীবনের প্রথম বার রক্তদান করতে এগিয়ে আসেন, এই সংখ্যা আগামী দিনের সামনে এক দৃষ্টান্ত হয়ে থেকে যাওয়ার মতন গুরুত্ব রাখে। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন কিংবদন্তি চিকিৎসক ডাক্তার বৈদ্যনাথ মুখোপাধ্যায়, রক্তদান আন্দোলনের পুরোধা নেতৃত্ব অপূর্ব ঘোষ, সুশান্ত দত্তগুপ্ত, অনুপ ঘোষ প্রমুখেরা এবং ছিলেন বারাসাত শহরের এক উজ্জ্বল ব্যক্তিত্ব দীপেন দে, ছিলেন শিক্ষা রত্ন পুরস্কার প্রাপ্ত প্রধান শিক্ষক ডক্টর মনোজ ঘোষ, প্রাক্তন প্রধান শিক্ষক তাপস সেন, উজ্জ্বল উপস্থিতি রেখেছিলেন এলাকার পৌর মাতা শুক্লা ঘোষ ও পার্শ্ববর্তী পৌর এলাকা মধ্যমগ্রামের পৌরপ্রধান শ্রী নিমাই ঘোষ মহাশয় ।
এই কর্মসূচির দ্বিতীয় পর্বে ছিল ছোট বড় পাঁচটি নাটক ও মূকাভিনয় । এই পর্বের সূচনায় উপস্থিত ছিলেন বাংলা নাট্যজগতের কিছু উজ্জ্বল মুখ- ভাবনা থিয়েটার পত্রিকার সম্পাদক নাট্যকার অভিনেতা অভীক ভট্টাচার্য, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় নাটক বিভাগের অতিথি অধ্যাপক সমরেশ বসু ও মোনালিসা চট্টোপাধ্যায়,মছলন্দপুর ইমন মাইম সেন্টারের ধীরাজ হাওলাদার, ঠাকুরনগর প্রতিধ্বনি' নাট্য সংস্থার গৌরাঙ্গ মন্ডল, ন্যাজাট ভাবনার শ্রীপদ বর , জাগরীর কর্ণধার শক্তি চট্টোপাধ্যায় ছিলেন একসময়কার নাট্যকর্মী অভিনেতা ও বর্তমান নাট্য সংগঠক শিক্ষক উত্তম সাহা । বারাসাত ইভনিং ক্লাবের নাট্য শাখা জাগরীর আন্তরিক সহযোগিতায় এষণা পরিবারের এই নাট্য আয়োজন সকলেই বেশ উপভোগ করেন । ভিন্ন ভিন্ন স্বাদের নাটক গুলির মধ্যে ছিল শ্যামবাজার নাট্য চর্চা কেন্দ্রের মোনালিসা চট্টোপাধ্যায় নির্দেশিত ‘কথা বলতে চাইছি' জাগরীর দুটি অণুনাটক ‘তবু শূন্য নয়' ও ‘সিনেট্রিক', মসলন্দপুর ইমন মাইম সেন্টার এর তিনটি মূকাভিনয় উপস্থাপনা ও ভাবনার ‘জল-জঙ্গলের রূপকথা' — প্রতিটি নাটকই দর্শকেরা দারুন উপভোগ করেন ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Blood Donation