• Home
 • »
 • News
 • »
 • south-bengal
 • »
 • আইসক্রিম খেয়ে অসুস্থ ৭০ স্কুল পড়ুয়া !

আইসক্রিম খেয়ে অসুস্থ ৭০ স্কুল পড়ুয়া !

Representational Image

Representational Image

২১ জনকে চাকদহ স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

 • Share this:

  #চাকদহ:  আইসক্রিম খেয়ে অসুস্থ ৭০। তাদের মধ্যে ২১ জনকে চাকদহ স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

  আইসক্রিম ওয়ালার খোঁজে তল্লাসি চলছে। ঘটনাটি ঘটে নদিয়ার চাকদহ থানার মদনপুর বয়েজ হাই স্কুলে।। আজ, শনিবার স্কুল শুরুর আগে স্কুলের গেটে আইসক্রিম বিক্রি করছিলেন তিন ফেরিওয়ালা তাদের দোকানেই আইসক্রিম খায় স্কুলের বেশিরভাগ ভাগ ছাত্ররা।

  খাওয়ার পর পেটে ব্যথা অনুভব করে ছাত্ররা ৷ তড়িঘড়ি স্কুলে মেডিক্যাল টিম আসে প্রাথমিক চিকিৎসার পর ৫০ জন-কে ছেড়ে দেয়।

  First published: