ক্যানিং: লরির ধাক্কায় মৃত্যু হল এক স্কুল ছাত্রের। দুর্ঘটনায় নিহতের নাম শাকিল গাজী। বয়স ১৬ বছর। বুধবার রাতে বাবার সাথে মেলা থেকে বেলুন বিক্রি করে ফিরছিল শাকিল। সাইকেলে করে ফেরার পথে বেপরোয়া লরির ধাক্কায় মৃত্যু হয় তার। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার রাজাপুর এলাকায় ক্যানিং-বরুইপুর রোডের উপর। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা।
জানা গিয়েছে, ক্যানিং থানার তালদি গ্রাম পঞ্চায়েতের পূর্ব শিবনগর গ্রামের বাসিন্দা শাকিল। তালদি মোহনচাঁদ হাইস্কুলের নবম শ্রেণীর ছাত্র সে। পরিবারের দরিদ্রতার কারণে পড়াশোনার পাশাপাশি বাবার সঙ্গে বেলুন বিক্রি করত সে। বুধবার সন্ধ্যায় গিয়েছিল পার্শ্ববর্তী এলাকা ঘোলা বাজারের একটি মেলায় বেলুন বিক্রি করতে।সেখান থেকেই রাত্রি সাড়ে বারোটা নাগাদ বাবার সঙ্গে ফিরছিল ওই কিশোর। তখনই বারুইপুরগামী একটি লরি তাকে ধাক্কা মেরে পালিয়ে যায়।
আরও পড়ুনঃ South 24 Parganas News: একই মঞ্চ থেকে সব সরকারি পরিষেবা, এমন উদ্যোগে খুশি বারুইপুরবাসী
খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এই ঘটনা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ঘাতক লরির খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। রাজ্য জুড়ে দুর্ঘটনা রুখতে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে। তারপরও সাধারণ মানুষের শোধরানোর নাম নেই। যার বলি হতে হচ্ছে নীরিহদের। দক্ষিণ ২৪ পরগনার রাজপুরের ঘটনায় দোষীর কঠোর শাস্তির দাবি জানিয়েছে মৃতের পরিবার ও স্থানীয়রা।
Arpan Mondal
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Road Accident, School student, South 24 Parganas, South 24 Parganas news