#ফলতা: ফলতায় ছাত্রীর দেহ উদ্ধার ঘিরে সামনে এল চাঞ্চল্যকর তথ্য ৷ রবিবার পুকুর থেকে ছাত্রীর দেহ ধড় ও মুণ্ড উদ্ধার করা হয়েছে ৷ তিনদিন ধরে নিখোঁজ ছিলেন একাদশ শ্রেণির ছাত্রী ৷ রবিবার তার দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায় ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷
অভিযোগ স্থানীয় এক যুবক তাকে প্রেম প্রস্তাব দিয়েছিল ৷ কিন্তু তাতে রাজি না হওয়ায় খুন করা হয়েছে বলে অনুমান করা হচ্ছে ৷ ছাত্রীর পরিবারের অভিযোগ অনুযায়ী, অভিযুক্ত যুবক-সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷