#সুজিত ভৌমিক: ব্যাংক থেকে টাকা না তুললেও অ্যাকাউন্ট থেকে গ্রাহকদের টাকা উধাও হয়ে যাওয়ার ঘটনা ঘিরে ব্যাপক বিক্ষোভ ও উত্তেজনা তমলুক থানার রামতারক এলাকার এসবিআই গ্রামীণ শাখায়
২০১৫ সালে কাঁকটিয়া ভারতীয় স্টেট ব্যাংকের ব্রাঞ্চ অফিস থেকে রামতারকহাট এলাকার বল্লুক অঞ্চল অফিসের কাছে একটি গ্রামীণ শাখা ব্যাংক উদ্বোধন হয়। এর পর থেকে স্থানীয় বাসিন্দারা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রামীণ শাখাতে টাকা জমা দিতে শুরু করেন। কিন্তু কয়েকদিন ধরেই অভিযোগ আসতে শুরু করে, গ্রাহকদের সঞ্চয়ের টাকা জমার তুলনায় কম রয়েছে।
খবর চাউর হতেই অন্যান্য গ্রাহকরা ব্যাংকে গিয়ে নিজেদের জমানো সঞ্চয়ের ব্যালান্স চেক করতে শুরু করেন। জ্যোৎস্না সিং নামে একজন গ্রাহকের অভিযোগ, তিনি তাঁর একাউন্টে মোট এক লক্ষ আশি হাজার টাকা জমা দিয়েছেন। কিন্তু আজ তাঁর অ্যাকাউন্ট চেক করতে দেখা যায় মাত্র ১৮০০ টাকা রয়েছে। শুধু তিনি নন, ব্যাংকের গ্রামীণ শাখায় এসে দেখা যায়, তাঁর মতো আরও কয়েক জন প্রতারিত হয়ে অভিযোগ জানাচ্ছেন।
গোটা ঘটনায় মাথায় হাত গ্রাহকদের। আজ সমস্ত ডিপোজিট গ্রাহকেরা ব্যাংকে এসে তাদের পাসবই আপডেট করতে শুরু করলে চক্ষু চড়কগাছ অবস্থা। যা টাকা জমা দিয়েছিলেন, সেই টাকা নেই। তার থেকে অনেক কম টাকা রয়েছে গ্রামীণ শাখা ব্যাংকের অ্যাকাউন্টে। ঘটনা জানাজানি হতেই তুমুল বিক্ষোভ উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে তমলুক থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চালায়।
কীভাবে টাকা গ্রাহকদের টাকা উধাও হয়ে গেল, তা নিয়ে কিছু বলতে চাইছে না ব্যাংক কর্তৃপক্ষ। এক প্রকার মুখে কুলুপ এঁটেছে তারা। এই মুহূর্তে গ্রামীণ শাখা ব্যাংকে তুমুল উত্তেজনা। উত্তেজিত বিক্ষোভকারী ব্যাংক গ্রাহকরা চড়াও হয়ে ব্যাংক কর্মচারী ও কর্মীদের মারধোর শুরু করেছে।
Published by:Suman Majumder
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।