#হাওড়া: পুরোন ছন্দে ফিরছে সাঁকরাইল স্টেশন। অস্থায়ী টিকিট কাউন্টারের ব্যবস্থা করা হয়েছে। একটিমাত্র কম্পিউটারে কাজ হচ্ছে। সঙ্গে ম্যানুয়ালিও দেওয়া হচ্ছে টিকিট। মেরামত করা হয়েছে সিগনালিং প্যানেল ও লেভেল ক্রসিং । গত শনিবারই আন্দোলনের নামে তাণ্ডব চলে সাঁকরাইল স্টেশনে। ভাঙচুর করে পুড়িয়ে দেওয়া হয় সিগনাল কেবিন, টিকিট কাউন্টার। আগুন দেওয়া হয় স্টেশন মাস্টারের ঘরে। ভেঙে গুড়িয়ে দেওয়া হয় সিগনালিং প্যানেল। ভাঙচুর চলে প্ল্যাটফর্মেও। ঘটনার পাঁচদিনের মাথায় পরিস্থিতি এখন স্বাভাবিক। স্টেশন চত্বরের পাহারায় আরপিএফ।
শনিবার বিক্ষোভের নামে তাণ্ডব সাঁকরাইল স্টেশনে। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় সিগনালিং প্যানেল। রবিবার দেখা যায় জোড়াতালি দিয়ে কোনওমতে কাজ চালাচ্ছেন রেলকর্মীরা ৷
শনিবার ভেঙে দেওয়া হয় লেভেল ক্রসিং। গুঁড়িয়ে দেওয়া হয় গেট প্যানেল। গেট প্যানেল মেরামত না হওয়ায় বিকল্প পথে কাজ চলছে ৷ প্যানেল রুম থেকে মোবাইলে বার্তা যাচ্ছে ৷
শনিবার টিকিট কাউন্টারেও আগুন লাগায় বিক্ষোভকারীরা। সেই টিকিট কাউন্টার এখন কার্যত ধ্বংসস্তুপ। রবিবার কাউন্টার খোলেনি। টিকিট ছাড়াই ট্রেনে উঠতে বাধ্য হচ্ছেন যাত্রীরা ৷
সাঁকরাইল স্টেশনে নিরাপত্তায় মোতায়েন আরপিএফ জওয়ান। শনিবারের তান্ডবকে পিছনে ফেলে পরিষেবা চালিয়ে যাচ্ছেন সাঁকরাইল স্টেশনের কর্মীরা ৷ রবিবার ট্রেনের চাপ কম। সোমবার সপ্তাহের কাজের দিনে পরিষেবা স্বাভাবিক রাখাই চ্যালেঞ্জ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।