#বীরভূম: এবার তারাপীঠেই এক টুকরো হরিদ্বার। হরিদ্বারের বিখ্যাত গঙ্গাঘাটগুলির আদলে সেজে উঠবে দ্বারকার নদের পাড়। শয়ে শয়ে সন্ধ্যাপ্রদীপের আলোয় ভাসবে বামাখ্যাপার সাধনাস্থল।
অস্তগামী সূর্যের লাল আভা মিলিয়ে গিয়েছে দিগন্তে। জলের বুকে অজস্র বিন্দু বিন্দু আলোর আল্পনা। হাওয়ায় ভাসছে ‘শ্রীগঙ্গায়ৈ নম’-র স্তোত্র। হরিদ্বারের গঙ্গাপাড়ের এই বিখ্যাত সন্ধ্যারতি দেখতে এবার আর হরিদ্বার ছুটতে হবে না। কারণ এবার তারাপীঠেই হরিদ্বার।
পর্যটকদের জন্যই এই ঘাটের সৌন্দর্যায়ন করা হবে ৷ আন্তর্জাতিক জায়গা হতে চলেছে তারাপীঠ ৷ এমনটাই দাবি মন্দির কমিটির ৷ বামাখ্যাপার সাধনাস্থলে এবার ‘হর কি দুয়ার’-এর ছোঁয়া।
তথ্য- অক্ষয় ধীবর