corona virus btn
corona virus btn
Loading

উৎসবই পারে মেলাতে, তাই বিধায়ক সফিউল আলম খানের হাতে প্রাণ পাচ্ছে উমা

উৎসবই পারে মেলাতে, তাই বিধায়ক সফিউল আলম খানের হাতে প্রাণ পাচ্ছে উমা

সাম্প্রদায়িক সম্প্রীতি ঘিরে যখন স্পর্শকাতর দেশ, তখন উদাহরণ গড়ছেন শফিউল ।

  • Share this:

#কান্দি: আজানের সুরে ভোর হয়। নমাজ সেরে বাড়ি সংলগ্ন দুর্গা-ঘরে। সেখানে মৃন্ময়ী চিন্ময়ী হয়ে উঠছে তাঁরই হাতে। তাঁর দক্ষ আঙুলে প্রাণ পাচ্ছে উমার ত্রিনয়ন। দুর্গার সংসারে ফিনিশিং টাচ দিতে এখন বেজায় ব্যস্ত কান্দির বিধায়ক শফিউল আলম খান ওরফে বনু। শখটা ছেলেবেলার। কান্দির মৃৎশিল্পী অজিত পালের হাতে হাতে গড়ে ওঠা। মাটির তাল নিয়ে ঘাঁটাঘাঁটি করতে করতে নিজের অজান্তেই কখন যেন শিল্পী হয়ে ওঠেন শফিউল আলম খান। আজ তাঁর তৈরি প্রতিমার পুজো হয় কান্দির বহু জায়গায়। শিল্পী হিসেবে বাড়ছে নামডাক।

শিল্পী আদতে বিধায়ক। কলেজ জীবনেই কংগ্রেস রাজনীতিতে হাতেখড়ি। কান্দির বিধায়ক অপূর্ব সরকার পদত্যাগ করায় এবছরই উপনির্বাচনে কংগ্রেসের বিধায়ক হিসেবে নির্বাচিত হন শফিউল ওরফে বনু। নিজের বিধানসভা এলাকা ছাড়াও অনেকটা সময় কাটে কলকাতায়। পুজোর মাস কয়েক আগে থেকে অবশ্য কান্দিতেই ঘাঁটি গাড়েন। সকাল-বিকেল জনসংযোগের ফাঁকেই চলে প্রতিমায় কারিকুরি।

উৎসবই পারে মেলাতে। মুসলিম শিল্পীর হাতে প্রাণ পাচ্ছে উমা। শফিউলের কথায়, শিল্পীর কোনও জাত হয় না। মূর্তি গড়ার পাশাপাশি তিনি দাপুটে ফুটবলার। গানও গান। সঙ্গে এলাকার মানুষের ভালো-মন্দ দেখার দায়িত্ব। এমন রাজনীতিক-শিল্পীকে পেয়ে খুশি এলাকার মানুষ। সাম্প্রদায়িক সম্প্রীতি ঘিরে যখন স্পর্শকাতর দেশ, তখন উদাহরণ গড়ছেন শফিউল ।

First published: September 21, 2019, 2:53 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर