corona virus btn
corona virus btn
Loading

এ কেমন মা, শিশুর নাক পরিষ্কার করতে সেফটিপিন ! পরিণতি মর্মান্তিক

এ কেমন মা, শিশুর নাক পরিষ্কার করতে সেফটিপিন ! পরিণতি মর্মান্তিক
  • Share this:

#নদিয়া: দেড় মাসের শিশুর নাক পরিষ্কার করতে গিয়েছিলেন মা ৷ তাও আবার সেফটিপিন দিয়ে ৷ যা হওয়ার তাই হল ৷ ভুলবশত সেই সেফটিপিনি মুখে ঢুকে যায় শিশুটির ৷ ধীরে ধীরে তা পেটে চলে যায় ৷ ঘটনাটি ঘটার পরপরই বাড়িতে হৈচৈ পড়ে যায় ৷ কান্নাকাটি শুরু করেন মা সাহানু খাতুন ৷ তড়িঘড়ি শিশুটিকে নিয়ে নিয়ে যাওয়া হয় নদিয়ার শক্তিনগর জেলা হাসপাতালে ৷ সেখানেই এক্স-রে করা হয় তার ৷ সেখানেই সামনে আসে আসল চিত্র ৷ পেটেই রয়েছে সেফটিপিন ৷ অবস্থা আশঙ্কাজনক ৷

ঘটনাটি নদিয়ার ভীম থানার গোবরাপোতা গ্রামের ৷ আপাতত চিকিৎসা চলছে শিশুর ৷ অবস্থা খুব ভাল নয় বলেই জানিয়েছেন চিকিৎসকরা ৷

 আরও পড়ুন অবসরপ্রাপ্ত কর্মীদের নিয়োগ করবে রেল !
First published: October 25, 2018, 11:17 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर