সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচীতে দুর্ঘটনায় মৃত্যুর হার কমেছে এরাজ্যের- দাবী মন্ত্রী অরূপ বিশ্বাসের

রাজ্যে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচীতে দুর্ঘটনা ও তাতে মৃত্যুর হার কমেছে অন্তত ২০% , দুর্ঘটনায় মৃত্যুর হার কমার

  • Last Updated :
  • Share this:

    #দুর্গাপুর: রাজ্যে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচীতে দুর্ঘটনা ও তাতে মৃত্যুর হার কমেছে অন্তত ২০% , দুর্ঘটনায় মৃত্যুর হার কমার ক্ষেত্রে পাঞ্জাবের পরেই রাজ্যের স্থান - জানালেন রাজ্যের যুব কল্যান ও ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস । বুধবার দুর্গাপুর নগর নিগম আয়োজিত এই কর্মসূচীর অন্তর্গত এক মোটরবাইক র‍্যালীর উদ্বোধন করেন মন্ত্রী ।

    দুর্গাপুরের বিধাননগরের সেক্টর ২সি ময়দানে আয়োজিত এই অনুষ্ঠানে মন্ত্রী অরূপ বিশ্বাস ছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ , দুর্গাপুরের মহানাগরিক দিলীপ অগস্তি ,আসানসোলের মহানাগরিক জিতেন্দ্র তেওয়ারী , মহকুমা শাসক শঙ্খ সাঁতরা , ডিসিপি ( পুর্ব ) অভিষেক মোদী সহ নগরনিগমের পুরমাতা ও পুরপিতা গন ।

    মন্ত্রী অরূপ বিশ্বাস মঞ্চে জানান যে এই কর্মসূচীতে ইতিমধ্যেই আসানসোল পৌরসভা দশ হাজার হেলমেট প্রদান কর্মসূচী গ্রহন করেছে । মন্ত্রী দুর্গাপুরের মহানাগরিককেও অনুরুপ কর্মসূচী গ্রহন করতে অনুরোধ জানান । মহানাগরিক দিলীপ অগস্তি মন্ত্রীর অনুরোধে সম্মতি জানিয়ে হেলমেট দেওয়ার অঙ্গীকার করেন ।

    এই বাইক র‍্যালী বিধাননগর থেকে শুরু হয়ে ফুলঝোড়, ভগৎ সিং মোড়, চন্ডীদাস হয়ে দুর্গাপুর ইস্পাত হাসপাতালে এসে শেষ হয় ।

    First published:

    Tags: Safe drive save life