Safe Drive, Save Life বার্তা, হেলমেট পরে বাইকে করে বিয়ে করতে গেলেন পাত্র !

Safe Drive, Save Life বার্তা, হেলমেট পরে বাইকে করে বিয়ে করতে গেলেন পাত্র !
  • Share this:

#শান্তিপুর, নদিয়া: সেফ ড্রাইভ, সেভ লাইফের বার্তা। আর সেই বার্তা দিতেই হেলমেট পড়ে বাইকে করে বিয়ে করতে গেলেন পাত্র। বিয়ে করে পাত্রীকে নিয়ে ফিরলেনও বাইকে করেই। এই ঘটনায় বেশ হইচই পড়ে গিয়েছে নদিয়ার শান্তিপুর থানার সূত্রাগড়ে।

ধুতি পাঞ্জাবি পড়ে বাইকে চেপে বসেছেন পাত্র। মাথায় হেলমেট। সঙ্গের বরযাত্রীরাও সওয়ার বাইকে। সূত্রাগড়ের বাসিন্দা পেশায় ব্যবসায়ী পাপাই ঘোষ এভাবেই বিয়ে করতে গেলেন। এলাকার বন্ধুদের সঙ্গে বাইক রাইড করেন পাপাই। সেফ ড্রাইভ, সেভ লাইফের বার্তা দিতে নিজের বিয়ের আসরকেই বেছে নিয়েছেন পাপাই। অভিনব উদ্যোগ তো বটেই, সেই সঙ্গে সামাজিক বার্তাও।

বিয়ে সেরে বরের বাইকেই বেনারসী পড়ে চেপে বসলেন পাত্রী। মাথায় হেলমেট। বললেন, নতুন কিছু করার আনন্দ যেমন থাকে, দায়িত্বও তেমনি। সেফ ড্রাইভ, সেভ লাইফের বার্তা দিতে পাত্র পাত্রীর এই সিদ্ধান্তে খুশি তাঁদেরও পরিবারও। নব দম্পতির এই অভিনব উদ্যোগ দেখতে ভিড় জমিয়েচিলেন গ্রামের মানুষও।

First published: 08:26:20 PM Dec 12, 2019
পুরো খবর পড়ুন
अगली ख़बर