#পুরুলিয়া: জেলার একমাত্র SARl কোভিড হাসপাতাল এবার উঠে এল সদর হাসপাতাল চত্বরে l পুরুলিয়ার বেসরকারি "রোটারি ক্লাব অফ পুরুলিয়া" স্টেজ 1, স্টেজ 2 - কোভিড হাসপাতালটি উঠে এল পুরুলিয়া সদর হাসপাতালে, বেশ কয়েকজন কোরোনা সাস্পেক্টেডকে রুগীকে ইতিমধ্যেই নিয়ে আসা হয়েছে পুরুলিয়া সদর হাসপাতালের কোভিড বিভাগে l হাসপাতালের একটি গেট বন্ধ করে দেওয়া হয়েছে এর কারণে l
হাসপাতালের যাত্রী প্রতীক্ষালয়টি কোভিড হাসপাতাল হিসেবে গড়ে তোলা হয়েছে l হাসপাতালে সুপার সুকমল বিষয়ী জানান, "করোনা সন্দেহ স্টেজ ১ ও স্টেজ ২ দের রাখা হবে এই হাসপাতালের বিশেষ বিভাগে l যদিও পুরুলিয়া সদর হাসপাতালের বাকি সব বিভাগ গুলোই আলাদা করে দেওয়া হয়েছে l বাকি বিভাগেও পরিষেবা থাকবে স্বাভাবিক l সদর হাসপাতালের বিশেষ বিভাগে কোরোনা উপসর্গ দেখা দিলে পরীক্ষা করা হবে রোগীদের l পজিটিভ রিপোর্ট এলেই পাঠানো হবে বাঁকুড়ার ওন্দা কোভিড হাসপাতালে l কি কারণে বেসরকারি "রোটারি ক্লাব অফ পুরুলিয়া" কোভিড হাসপাতালটি তুলে দেওয়া হল তা নিয়ে খোলাসা করেননি হাসপাতাল কর্তৃপক্ষ l
"রোটারি ক্লাব অফ পুরুলিয়া" হাসপাতাল কর্তৃপক্ষ রাজকুমার শীল জানান, "তাদের হাসপাতালে থাকা সব কোরোনা সাস্পেক্টেড রোগীদের পাঠানো হয়েছে সদর হাসপাতালে l এদিকে দিনে দিনে বাড়ছে জেলায় কোরোনা সংক্ৰমণ l আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৬৩ জন l যদিও সুস্থ হয়ে উঠেছে ৪৩৭ জন l জেলার বিভিন্ন প্রান্তে কোরোনা সংক্ৰমণ ছড়াচ্ছে l এমন অবস্থা তেও জেলায় স্টেজ ৩ ও স্টেজ ৪ কোভিড হাসপাতাল গড়ে ওঠেনি l তাই করোনা আক্রান্ত রোগীদের প্রাথমিক চিকিৎসার পর পাঠানো হচ্ছে ওন্দা কোভিড হাসপাতালে l আগামীদিনে জেলায় সম্পূর্ণ কোভিড হাসপাতাল গড়ে তোলার পরিকল্পনা রয়েছে বলে জানান হাসপাতাল সুপার l
Indrajit Mondal
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, Purulia