• Home
 • »
 • News
 • »
 • south-bengal
 • »
 • সিসিটিভি ক্যামেরা ভেঙে, হার্ডডিস্ক সরিয়ে ২টি সোনার দোকানে দুঃসাহসিক চুরি

সিসিটিভি ক্যামেরা ভেঙে, হার্ডডিস্ক সরিয়ে ২টি সোনার দোকানে দুঃসাহসিক চুরি

লকার ভাঙার চেষ্টাও করা হয়েছে। তবে কম্পিউটার সিস্টেম লকার হওয়াতে লকার খুলতে পারেননি বলেই প্রাথমিক অনুমান।

লকার ভাঙার চেষ্টাও করা হয়েছে। তবে কম্পিউটার সিস্টেম লকার হওয়াতে লকার খুলতে পারেননি বলেই প্রাথমিক অনুমান।

লকার ভাঙার চেষ্টাও করা হয়েছে। তবে কম্পিউটার সিস্টেম লকার হওয়াতে লকার খুলতে পারেননি বলেই প্রাথমিক অনুমান।

 • Share this:

  #হাবড়া: সিসি ক্যামেরা ভেঙে পরপর সোনার দোকানে দুঃসাহসিক চুরি ৷ গভীর রাতে দু’টি সোনার দোকানে একের পর এক দুঃসাহসিক চুরি। এলাকায় চাঞ্চল্য। ঘটনাটি হাবড়া থানার বদর হাট এলাকায়। মজুমদার জুয়েলার্স এবং আর বি জুয়েলার্স নামে দু’টি সোনার দোকানে সোমবার গভীর রাতে সাটারের তালা ভেঙে, সিসি ক্যামেরা ভেঙে চুরি করে হার্ডডিস্ক নিয়ে চম্পট চোরের দল। সূত্রের খবর, রোজকার মতো দু’টি দোকানের মালিক এবং কর্মচারী রাতে দোকান বন্ধ করে বাড়ি যায়। মঙ্গলবার সকালে মজুমদার জুয়েলার্স দোকানের গেটম্যান শচীন মজুমদার(৫৮) দোকান খোলেন। সকাল ন’টা নাগাদ দোকান খুলে ভেতরে গিয়ে দেখেন সমস্ত ড্রয়ার ছড়িয়ে ছিটিয়ে পরে আছে। খবর পেয়ে মালিক শমীর মজুমদার, দোকানে গিয়ে দেখেন দোকানের ভেতরে পাশের সাটারের তালা ভাঙা, লোহার গেট ভাঙা, কাচ খোলা অবস্থায় পরে আছে। পাশাপাশি, দোকানের ভেতরে সিসি ক্যামেরা ভাঙা আর ক্যামেরার হার্ডডিক্স খোয়া গিয়েছে ৷ ছড়িয়ে ছিটিয়ে পরে আছে দোকানের সামগ্রী। লকার ভাঙার চেষ্টাও করা হয়েছে। তবে কম্পিউটার সিস্টেম লকার হওয়াতে লকার খুলতে পারেননি বলেই প্রাথমিক অনুমান।

  অন্যদিকে, একই রকম ভাবে আর বি জুয়েলার্স এর মালিক ভবতোষ ঘোষ জানান, ২০ গ্রাম মতো সোনা খোয়া গিয়েছে। ভেতরে সমস্ত রূপোর জিনিস তছনছ করে পরে আছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় হাবড়া থানার পুলিশ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ রাতে সিভিক ভলেন্টিয়ার পাহাড়ায় থাকলেও কি করে এই চুরির ঘটনা ঘটল তা বোঝা যাচ্ছে না ৷

  First published: