Murshidabad News: চপের দোকানে হুড়মুড়িয়ে ঢুকল ট্রাক্টর! আহত ২ মার্বেল মিস্ত্রি সহ ৫

Last Updated:

নিয়ন্ত্রণ হারিয়ে চপের দোকানে ঢুকল ট্রাক্টর

চপের দোকান হুড়মুড়িয়ে ঢুকে গেল ট্রাক্টর 
চপের দোকান হুড়মুড়িয়ে ঢুকে গেল ট্রাক্টর 
মুর্শিদাবাদ: রাস্তার ধারে দোকানে বসে মুড়ি খাচ্ছিলেন সকলেই। আর তখনই একটি সিমেন্ট বোঝাই ট্রাক্টর হঠাৎই হুড়মুড়িয়ে ঢুকে যায়। ঘটনায় আহত হলেন পাঁচ জন। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের কান্দি থানার অন্তর্গত মাধুনিয়া এলাকায়। আহত অবস্থায় সকলকেই কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে চিকিৎসার জন্য।
জানা গিয়েছে, কান্দি সালার রাজ্যে সড়কের ওপর অবস্থিত কান্দির মাধুনিয়া বাইপাস এলাকা। এলাকায় একটি স্কুটিতে করে দু’জন যাচ্ছিল। অন্যদিকে একটি টোটোতে করে যাত্রিরা যাচ্ছিল। স্কুটি ও টোটো গাড়িকে বাঁচাতে গিয়ে ট্রাক্টর হুড়মুড়িয়ে ঢুকে যায় রাস্তার ওপরে থাকা একটি চপের দোকানে। সেই দোকানে বসেই মুড়ি খাচ্ছিলেন কয়েকজন মিস্ত্রি। বহরমপুর থেকে মার্বেল খালি করার জন্য কান্দি এসেছিলেন তারা। আর তখন ট্রাক্টর ঢুকে গেলে আহত হন দু’জনে।
advertisement
advertisement
অন্যদিকে স্কুটি গাড়িতে থাকা তিনজনে আহত হন। গুরুতর আহত অবস্থায় সকলকেই কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে চিকিৎসার জন্য। এই ঘটনায় সন্তু মন্ডল নামে এক মিস্ত্রির পা কেটে বাদ চলে যায় বলেই জানা যায়। আহত অবস্থায় কর্ন দাস, অনুপ কুমার ধর, অঙ্কিতা ধর, সন্তু মন্ডল সহ আরও একজনের চিকিৎসা চলছে কান্দি মহকুমা হাসপাতালে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কান্দি থানার পুলিশ। অন্যদিকে ট্রাক্টরকে আটক করা হয়েছে। চালক পলাতক বলেই পুলিশ জানিয়েছে। বর্তমানে তিন জনের অবস্থা গুরুতর আছে বলে জানা গিয়েছে।
কৌশিক অধিকারী 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: চপের দোকানে হুড়মুড়িয়ে ঢুকল ট্রাক্টর! আহত ২ মার্বেল মিস্ত্রি সহ ৫
Next Article
advertisement
Vikram Bhatt Arrest: ৩০ কোটি টাকা প্রতারণার অভিযোগ, শ্যালিকার বাড়ি থেকে গ্রেফতার পরিচালক বিক্রম ভাট!
৩০ কোটি টাকা প্রতারণার অভিযোগ, শ্যালিকার বাড়ি থেকে গ্রেফতার পরিচালক বিক্রম ভাট!
  • প্রতারণা মামলায় গ্রেফতার পরিচালক বিক্রম ভাট৷

  • ৩০ কোটি টাকা প্রতারণার অভিযোগ৷

  • শ্যালিকার বাড়ি থেকে গ্রেফতার পরিচালক৷

VIEW MORE
advertisement
advertisement