#পূর্ব বর্ধমান: করোনা। তিন অক্ষরের এই ছোট্ট শব্দটি আজ বিশ্বজুড়ে বিস্তার করেছে অদ্ভুত এক আঁধার। মানুষের সাধের পৃথিবী বদলে যাচ্ছে, ভেঙেচুরে চুরমার হয়ে যাচ্ছে। কিন্তু প্রকৃতি এবং তার অন্য সন্তানরা? নাগরিক সভ্যতার সব ক্লেদ মুছে ফেলে সে আজ অন্য রূপে, এক অচেনা রূপে।
নদীর প্রতিটি ঢেউ সভ্যতার অভিশাপ কুড়িয়ে অশুচি, ক্লান্ত হয়ে পড়েছিল। কোটি কোটি টাকা খরচ করেও যা করা যায়নি, সেটাই করে দেখাল লকডাউন। এই একমাসের লকডাউনে চেনা অজয় আর ভাগিরথী আজ অচেনা রূপে। ফিরে পেয়েছে অচেনা রূপ।
দূষণের অভিশাপ থেকে আজ মুক্ত মঙ্গলকাব্যের সেই অজয়-ভাগীরথী। নদী দূষণ ও সংস্কারে গত ৩০ বছর ধরে কোটি কোটি টাকা খরচ করেছে সরকার। কিন্ত এতদিনে যা সম্ভব হয়নি, সেটাই এই কয়েকদিনে করে দেখাল এই লকডাউন।