#নদিয়া: নদিয়ায় ভাগীরথীতে ভাঙন। কল্যাণী ব্লকের চাঁদুরিয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সান্যালচর গ্রামে ভাগীরথী নদীতে শুরু হয়েছে ব্যাপক ভাঙ্গন। সান্যালচর গ্রামে বাবুপাড়া সংসদ থেকে মালোপাড়ার শেষপর্যন্ত প্রায় চার কিলোমিটার এলাকা এখন ভাঙনের কবলে।
গত এক সপ্তাহে প্রায় একশো বিঘা চাষের জমি-সহ বহু বসতভিটা নদী গর্ভে চলে গিয়েছে। ভাঙনের কবলে স্থানীয় স্কুল ও গ্রাম পঞ্চায়েত কার্যালয়। দুঃশ্চিন্তায় ঘুম উড়েছে নদীপাড়ের বাসিন্দাদের। ইতিমঝ্যেই দশটি পরিবার নিরাপদ জায়গায় চলে গিয়েছে। যাঁরা এখনও ভিটে আঁকড়ে রয়ে গিয়েছেন, তাঁরা চাইছেন ভাঙন-রোধে স্থায়ী ব্যবস্থা নিক সরকার।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Nadia, River erosion