# বর্ধমান: সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন বর্ধমানের রাইস মিল মালিকরা। এদিন বর্ধমান ডিস্ট্রিক্ট রাইস মিলস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে ছ লক্ষ টাকা দান করা হয়। জেলা শাসক বিজয় ভারতী ও জেলা পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায়ের উপস্থিতিতে রাইস মিল মালিকরা মন্ত্রী স্বপন দেবনাথের হাতে চেক তুলে দেন। এছাড়াও এদিন এলাকার এক হাজার পুরুষ মহিলার হাতে রান্না করা খাবার তুলে দেন রাইস মিল মালিকরা। তাদের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী স্বপন দেবনাথ। খাদ্য মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকও রাইস মিল মালিকদের এই কাজের জন্য শুভেচ্ছা জানান।
মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, পূর্ব বর্ধমান জেলার রাইস মিল মালিকরা সব সময়ই সমাজের বিপদে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। আমরা অন্যান্য ক্লাব সংগঠনকেও এ কাজে এগিয়ে আসতে বলছি। অনেক স্কুলও মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে অর্থ সাহায্য করছে। অনেকে ব্যক্তিগত উদ্যোগেও চাল আলু সহ খাদ্য সামগ্রী বিলি করছেন। পূর্বস্থলী এলাকার দুটি স্কুলের শিক্ষকরা মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে আশি হাজার টাকা জমা দিয়েছেন। সে সংক্রান্ত দুটি চেক জেলা শাসকের হাতে তুলে দেন মন্ত্রী।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Burdwan, Corona Virus, COVID-19